
দ্য ওয়াল ব্যুরো: উদ্যোগপতি হিসাবে বাঙালি ব্যর্থ এই অপবাদের মুখে ছাই দিয়ে চন্দ্রশেখর ঘোষের চেষ্টায় গড়ে উঠেছে বন্ধন ব্যাঙ্ক। এপ্রিল থেকে জুন, এই আর্থিক বছরের প্রথম তিন মাসে সেই ব্যাঙ্কের লাভ বাড়ল ৪৭.৫ শতাংশ। মোট লাভ ৪৮১ কোটি ৭১ লক্ষ টাকা।
প্রায় সব ক্ষেত্রেই প্রবল সাফল্য দেখিয়েছে এই ব্যাঙ্ক। গত বছরের তুলনায় এই বছরে এই ব্যাঙ্কের ঋণের অংক ৫২ শতাংশ বেড়ে এখন ৩২ হাজার ৫৯০ কোটি টাকা। বেড়েছে ব্যাঙ্কে জমা রাখা টাকাও। এক্ষেত্রে বৃদ্ধি হার ৩৭ শতাংশ। মোট জমার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৭০৩ কোটি টাকা। ব্যাঙ্কের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স বেড়েছে ৮৪ শতাংশ।
এই ত্রৈমাসিকে ব্যাঙ্কের সুদ থেকে মোট আয় এক হাজার ৩৭ কোটি টাকা। অন্য খাত থেকে আয় ২১১ কোটি টাকা।
গত এক বছরেই এই ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা বেড়েছে প্রায় ৬৩ লক্ষ ৫০ হাজার। ব্যাঙ্কের মোট গ্রাহকের সংখ্যা এখন ১ কোটি ৩০ লক্ষ ৬৫ হাজার।
এই ঘোষণা হওয়ার পরেই বেড়েছে বন্ধনের শেয়ারের দামও। দিনের শেষে এই ব্যাঙ্কের শেয়ারের দাম ৫৯৯ টাকা।