Latest News

সাংবাদিকতার শিক্ষায় বিশ্ব সংস্থায় প্রথম ভারতীয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী

দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিকতা নিয়ে পড়াশুনা ও গবেষণার বিশ্বের মধ্যে বৃহত্তম সংস্থা অ্যাসোসিয়েশন ফর এডুকেশন ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের (AEJMC) প্রেসিডেন্ট পদের দায়িত্ব পেলেন এক ভারতীয়। ড: দেব আইকতকে (Dr. Deb Aikat) শতাব্দী প্রাচীন এই সংস্থার মাথায় বসানো হল। শুধু ভারতীয় হিসেবে নয়, গোটা দক্ষিণ এশিয়ার মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হলেন।

বিশ্বজুড়ে ৩ হাজারেরও বেশি মানুষ এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। এই প্রতিষ্ঠানের লক্ষ্যই হল, বিশ্বের সাংবাদিকতার মানকে আরও উন্নত ও উচ্চস্তরে নিয়ে যাওয়া। আগামী বছর গ্রীষ্মকাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট থাকবেন আইকত।

১৯৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজ থেকে ইংরেজিতে স্নাতক করেন আইকত। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণ জ্ঞাপন নিয়ে স্নাতকোত্তরে ভর্তি হন। ১৯৯০ সালে সেখান থেকে পাশ করেন তিনি।

পড়াশুনার পাশাপাশি তিনি সাংবাদিক হিসেবে কাজও শুরু করেন। আনন্দবাজার ও টেলিগ্রাফ পত্রিকা মিলিয়ে দীর্ঘ ৮ বছর কাজ করেন। পরে বিবিসি ওয়াল্ডের হয়েও সাংবাদিকতা করেন। ১৯৯৫ সালে ওহিও ইউনিভার্সিটি অফ জার্নালিজম থেকে পিএইচডি শেষ করেন আইকত। তারপর পুরোপুরি অ্যাকাডেমিক ক্ষেত্রে ঢুকে পড়েন তিনি। বর্তমানে তিনি নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কাজ করছেন। বলাই চলে, তাঁর এই সাফল্য ভারতের কাছে খুবই গর্বের বিষয়।

গান্ধীর দেশের মানুষ বলেই বিশ্ব মোদীতে মুগ্ধ, প্রধানমন্ত্রীর মঞ্চে ‘কুশলী’ রাজস্থানের মুখ্যমন্ত্রী

You might also like