Latest News

অগ্নিবীর: প্রথম ব্যাচের ট্রেনিং শুরু কাশ্মীরে, কতদিন চলবে প্রশিক্ষণ?

দ্য ওয়াল ব্যুরো: সেনাবাহিনীতে স্থায়ী নিয়োগের বদলে নির্দিষ্ট সময়ের জন্য কাজের বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় সরকার। সেই অগ্নিবীর (Agniveer) নিয়ে গোটা দেশ উত্তাল হয়েছিল। সমালোচনাও হয়েছিল বিস্তর। কিন্তু নরেন্দ্র মোদী সরকার পিছিয়ে আসেনি। বরং সময়ের নিয়মে নিভে গিয়েছে ক্ষোভের আগুনও। শুক্রবার সেই অগ্নিবীর-এর প্রথম ব্যাচের ট্রেনিং শুরু হল জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)।

জম্মু ও কাশ্মীর থেকে যে তরুণদের সেনাবাহিনীর এই অস্থায়ী কাজে নিয়োগ করা হয়েছে সেই ব্যাচের ট্রেনিং শুরু হয়েছে। এদিন সেখানে গিয়েছিলেন নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেনেন্ট জেনারেল মনোজ দ্বিবেদী।

বিহার-সহ পূর্ব ও পশ্চিম ভারতের কয়েকটি রাজ্যে অগ্নিবীর নিয়ে ক্ষোভ থাকলেও দেখা গিয়েছিল কাশ্মীরে এ ব্যাপারে যুবকদের মধ্যে তীব্র আগ্রহ রয়েছে। দেখা গেল প্রথম ব্যাচের প্রশিক্ষণও শুরু হল কাশ্মীর দিয়েই। সামগ্রিকভাবে ভূস্বর্গের যুব সম্প্রদায়ের বিপথে যাওয়া আটকাতে অগ্নিবীর কাজ করবে বলেই মত কেন্দ্রীয় সরকারের অনেকের। হতে পারে সেই কারণেই কাশ্মীর দিয়ে অগ্নিবীর প্রশিক্ষণ পর্ব শুরু করল কেন্দ্র।

  কতদিনের ট্রেনিং?

প্রথমে ১০ সপ্তাহ অর্থাৎ আড়াই মাস বেসিক মিলিটারি ট্রেনিং হবে। তারপর ২১ সপ্তাহ মানে পাঁচ মাস চলবে অ্যাডভান্সড মিলিটারি ট্রেনিং। এই পর্ব শেষ হওয়ার পর দেশের বিভিন্নপ্রান্তে সেনাবাহিনীর  জম্মু ও কাশ্মীর ব্যাটেলিয়নে পাঠানো হবে অগ্নিবীরদের।

You might also like