
দ্য ওয়াল ব্যুরো: ভরসন্ধ্যায় কলকাতা জাদুঘরে সিআইএসএফ ব্যারাকে (Indian Museum) শ্যুটআউট। পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি (Shootout) চলল। এই ঘটনায় সিআইএসএফ-এর (CISF) একজন কনস্টেবল এবং একজন পুলিশ আধিকারিক গুলিবিদ্ধ হয়েছেন। পার্কস্ট্রিট চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

জানা গেছে, কর্তব্যরত এক সিআইএসএফ জওয়ান এদিন হঠাৎ পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। একে ৪৭ পিস্তল থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চলে। যিনি গুলি চালিয়েছেন তিনি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) ইউনিট হেড। কেন তিনি এমন আচরণ করলেন সে প্রশ্নের জবাব মেলেনি এখনও।
গুলিবিদ্ধদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম রঞ্জিত সারেঙ্গি, বয়স ২৬ বছর। তৎপরতা শুরু হয়েছে কলকাতা পুলিশের। ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতার পুলিশ কমিশনার। সূত্রের খবর, কুড়ি থেকে পঁচিশ রাউন্ড গুলি চলেছে জাদুঘরের সিআইএসএফ ব্যারাকে। খবর পেয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরে ঘটনাস্থলে যান পুলিশকর্মীরা। মূল অভিযুক্তকে এখন ধরা যায়নি।
কিছুদিন আগে পার্ক সার্কাসেও একইরকম ঘটনা ঘটেছিল। সেখানে বাংলাদেশ হাইকমিশনের কাছে সেখানকার নিরাপত্তারক্ষী নিজের সার্ভিস রিভলভার দিয়ে ভরদুপুরে হঠাৎ গুলি চালাতে শুরু করেন। পথচারী এক মহিলার মৃত্যু হয় তাঁর গুলিতে। তারপর ওই নিরাপত্তারক্ষী নিজের শরীরেও গুলি লাগে, মৃত্যু হয় তাঁরও। পার্কস্ট্রিটের ঘটনায় যেন পার্ক সার্কাসের ছায়া দেখতে পাচ্ছেন অনেকে।
আরও পড়ুন: আমেরিকায় আত্মঘাতী নির্যাতিত ভারতীয় তরুণী, ভিডিওয় জানান স্বামীর অত্যাচারের কথা