
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের নামে রাস্তার নামকরণের প্রস্তাব সমর্থন করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এবিষয়ে ‘দ্য ওয়ালে’ আগেই লেখা হয়েছিল। শুক্রবার টাউনহলে কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়কে রাস্তার নাম পরে চিঠি দিয়ে জানাতে বললেন মেয়র।
উল্লেখ্য, কলকাতা পুরসভার মেয়র হিসাবে প্রশাসক সুব্রত মুখোপাধ্যায় পুর-পরিষেবা প্রদান ত্বরান্বিত করার পাশাপাশি প্রশাসনিক কাজকর্মে গতি এনেছিলেন।
সুব্রতবাবু গত বছর ৪ নভেম্বর প্রয়াত হন। গত বছরই ছিল তাঁর পরিষদীয় রাজনীতিতে ৫০ বছর পূর্তি। গুরুতর অসুস্থ হয়ে আচমকাই কালীপুজোর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মারা যাওয়ার সময় তিনি ছিলেন তৃণমূল সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী।
তৃণমূল সরকার ক্ষমতায় আসার বছর চল্লিশ আগে তিনি রাজ্যের কংগ্রেস সরকারেরও মন্ত্রী ছিলেন। মূল ধারার রাজনীতির পাশাপাশি সংক্রিয় ছিলেন ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গেও।
তবে রাজনৈতিক জীবনে তাঁর উল্লেখযোগ্য অবদান বলে স্বীকৃতি পেয়েছে ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত কলকাতার মেয়র হিসাবে অবদান। শহরকে নতুন রূপ দেওয়ার সূচনা তাঁর হাত ধরেই। আবার পুরসভার অন্দরে কাজের সংস্কৃতি ফেরাতেও কড়া প্রশাসকের ভূমিকা নিয়েছিলেন।
তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা, অবদানের স্বীকৃতি হিসাবেই বালিগঞ্জের একটি রাস্তার নাম সুব্রত মুখোপাধ্যায় সরণি রাখার প্রস্তাব পুরসভায় জমা পড়েছে। তৃণমূলের একাংশও চাইছে, মরণোত্তর সম্মান জ্ঞাপন।
সুব্রতবাবুর প্রিয় ক্লাব একডালিয়া এভারগ্রিনের বাড়িটি ইতিমধ্যেই সুব্রত মুখোপাধ্যায় স্মৃতি ভবন হিসাবে ঘোষণা করা হয়েছে। কারও কারও প্রস্তাব সুব্রতবাবুর নামে একটি সংগ্রহশালাও হোক। তাঁর নামে রাস্তা তৈরির প্রস্তাব এদিন কার্যত পুরসভার অনুমোদন পেল।
অন্যদিকে, ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ এদিন অধিবেশনে বলেন, অনেক ওয়ার্ডে গয়না পড়ানো হচ্ছে। এই ওয়ার্ডে জামা প্যান্ট পড়ানো হোক।
আপনার কোনও প্রতিনিধি আমার সঙ্গে গুলশান কলোনিতে চলুন, দেখলে লজ্জা লাগবে নিজেকে জন প্রতিনিধি বলতে। তাই আমি মেয়র সাহেবকে বলব বিষয়টা আপনি গুরুত্বপূর্ণভাবে দেখুন। ওই এলাকার উন্নয়নের জন্য। ওই এলাকা একদমই পিছিয়ে আছে।
উত্তরে ফিরহাদ বলেন, ১০৮ নম্বর ওয়ার্ডকে আমরা ধীরে ধীরে উন্নয়ন করব। একেবারে হবে না। আর্থিক অবস্থার সমস্যা আছে। জানেন আপনারা। আমি বিষয়টা নিয়ে অবশ্যই দেখবো। আপনি বরো চেয়ারম্যান আছেন। আপনিও একটা ম্যাপিং করুন। ধিরে ধিরে আমরা ওই ওয়ার্ডকে সাজাব।’