Latest News

জেলে থাকতে ভয় নেই, সামাজিক সম্মান টানাটানিরই ভয়: ফিরহাদ হাকিম

দ্য ওয়াল ব্যুরো: বিরোধীরা যে ভাবে শাসকদলের নেতা-মন্ত্রীর সামাজিক সম্মান নিয়ে টানাটানি করছেন তা নিয়ে তিনি ভয় পাচ্ছেন বলে স্পষ্ট করে জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন সাংবাদিক সম্মেলনে ববি হাকিম (TMC) বলেন, “তদন্তে ভয় পাচ্ছি না, সামাজিক সম্মান নিয়ে টানাটানি হলে সবার ভয় লাগে। জেলে থাকতে ভয় নেই। বাংলার অনেক নেতা জেলে ছিলেন। কিন্তু সামাজিক সম্মান রাস্তায় টেনে নামিয়ে দেওয়ার ভয় সবার থাকে।”

নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধির অস্বাভাবিকতা নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সম্প্রতি সেই মামলায় শাসকদলের ১৯ জন নেতা-মন্ত্রীর সম্পত্তিবৃদ্ধি মামলায় কেন্দ্রীয় তদন্ত এজেন্সি ইডিকে (ED) যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাতে ববি হাকিমেরও নাম রয়েছে। শুক্রবার ববিসহ অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিকরা পিটিশন দাখিল করে আর্জি জানিয়েছেন। এদিন সেই প্রসঙ্গে ববি হাকিম বলেন, “বিচার ব্যবস্থার কাছেই তো যাব। আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা রয়েছে। আমরা তো আর সিপিএমের মতো ‘বিচারপতি লালা, বাংলা ছেড়ে পালা’ বলতে যাব না!”

ববি আরও বলেন, “কয়েকদিন ধরে বিরোধী দলের বন্ধুরা অসভ্যতা করেছে। আইন আইনের পথে চলবে, তদন্ত চলবে। কেউ অন্যায় করলে শাস্তি পাবে। তার মানে এই নয় তৃণমূল কংগ্রেসের সবাই খারাপ। আমাদের সামাজিক সম্মান আছে। তা হরণ করার অধিকার ভারতের সংবিধানও দেয়নি।”

আরও পড়ুন: কল্যাণের মুখে বদলার কথা, ধোলাই পেটাইয়ের স্লোগান তৃণমূলের

You might also like