
ইতিমধ্যেই ভোট প্রচারে জোর টক্কট দুই ফুলে। একদিকে পদ্ম, অন্যদিকে জোড়াফুল। সকালেই চেতলায় দলনেত্রীর হয়ে প্রচারে যান মন্ত্রী ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি গিয়ে নেত্রীর জন্য ভোটের আবেদন করেন।
আরও পড়ুনঃ ভোটের ভবানীপুরে বাড়ি বাড়ি ‘দিদির ভাই’ ববি, বিজেপির প্রিয়াঙ্কা, সিপিএমের শ্রীদীপ
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল। ২০১৪ সালে বিজেপিতে যোগ দেন প্রিয়াঙ্কা। একসময়ে বাবুল সুপ্রিয়র আইনি পরামর্শদাতা ছিলেন তিনি। বিধানসভা নির্বাচনে এন্টালিতে প্রায় ৫৮ হাজার ভোটে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে হেরে যান প্রিয়াঙ্কা। এদিন সেই প্রসঙ্গ তুলেই তাঁকে কটাক্ষ করেন ফিরহাদ।
এদিন ববি হাকিম চেতলায় তাঁর নিজের এলাকা ৪২ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। তিনি প্রচারে বেড়িয়ে বলেন, ‘আমি এখানকার ছেলে। গণতন্ত্রের নিয়ম হল মানুষের দুয়ারে যেতে হবে। সেই কাজটাই আমি করছি। আমি এখানকার প্রতিটা গলিতে রাজনীতি করেছি। তাই এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের একার ভোট না, আমাদের সকলের ভোট। এখানে আমি নেতা–মন্ত্রী নই। আমি একজন তৃণমূল কংগ্রেস কর্মী। সন্ত্রাসের কথা বলে আর কতদিন চালাবে বিজেপি। সন্ত্রাস তো গুজরাটে হয়। সন্ত্রাস দিল্লির দাঙ্গা। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মামলা করা হয় না। নন্দীগ্রাম,ভবানীপুর, চেতলা এক নয়। নন্দীগ্রামে যেভাবে রিগিং হয়েছে, সেটা ভবানীপুরে হবে না।’