
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শুক্রবার পানিহাটিতে (Panihati) সিইএসসির (CESC) গোডাউনে বিধ্বংসী আগুন (fire)। এদিন দুপুরে হঠাৎই কারখানার ভিতরে আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ।
সূত্রের খবর, এদিন দুপুরে হঠাৎই পানিহাটি সিইএসসির কেবিলের গোডাউনে আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। সেখান থেকে চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের ধারণা, এসির শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। এছাড়াও, গোডাউনের ভিতরে প্রচুর পরিমাণে কেবল তার মজুত করা ছিল।
একের পর এক শিশু অপহরণের হুমকি দত্তপুকুরে! ভয়ে কাঁপছেন অভিভাবকরা
পরে সিইএসসির এক আধিকারিক জানান, ‘এদিন দুপুরে খবর আসে যে আমাদের পানিহাটির গোডাউনে আগুন লেগে গেছে। খবর পাওয়ার পর তাড়াতাড়ি কামারহাটির অফিস থেকে এখানে লোকজন পাঠানো হয়। তাঁরা এসে ভেতরের ইলেক্ট্রিসিটি বন্ধ করে দেয়। যার ফলে দমকল কর্মীদের কাজ করতে সুবিধা হয়েছে।’
দমকল কর্মীদের টানা চেষ্টার পর অবশেষে বিকেলের দিকে আগুন নিভে যায়। তবে আগুন লাগার ফলে এলাকায় জোর চাঞ্চল্য ছড়িয়েছিল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ।