দ্য ওয়াল ব্যুরো: টিটাগর কেলভিন জুট মিলে আগুন লাগল বৃহস্পতিবার রাতে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। তবে এলাকার পুরপ্রশাসক প্রশান্ত চৌধুরীর দাবি, এত বড় আগুন শর্ট সার্কিট থেকে লাগতে পারে না। খতিয়ে তদন্ত করা হবে।
জানা গেছে, ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে তিনটি ইঞ্জিন। হতাহতের খবর নেই কোনও। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।