Latest News

নাটক চলাকালীন গিরিশ মঞ্চে অগ্নিকাণ্ড! দর্শকাসনে ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

দ্য ওয়াল ব্যুরো: নাটকের শো চলাকালীন হঠাৎই গিরিশ মঞ্চে (Girish Mancha) অগ্নিকাণ্ড (fire)। আগুন দেখে ভয়ে দৌড়তে শুরু করেন দর্শকরা। দর্শকাসনে ছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) এবং বিশ্বজিৎ বসু। তবে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, শহরের বিখ্যাত নাট্যদল ‘চেতনা’র ৫০ বছর পূর্তি উপলক্ষে নাট্যোৎসব চলছে শহরে। বুধবার তার শেষদিন। আজ সন্ধে ৬টা থেকে বাগবাজারে গিরিশ মঞ্চে মঞ্চস্থ হচ্ছিল ‘মেফিস্টো’। আর সেই নাটক চলাকালীন হঠাৎই আগুন লাগল প্রেক্ষাগৃহের ভিতরে। ঘটনায় জোর আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে। হুড়োহুড়ি পড়ে যায় দর্শকাসনে।

সেই সময় দর্শকাসনে বসেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিশ্বজিৎ বসু। অন্যান্যদের সঙ্গে তাঁরাও তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন। আগুন লাগার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

উপাচার্যকে ঘেরাও করল পড়ুয়ারা, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি, উত্তাল বিশ্বভারতী

You might also like