Latest News

পারিবারিক পেনশন পাবে আরও বেশি পরিবার, অর্থ দফতরের নির্দেশ জারি

দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক পেনশনের (Family Pension) ন্যূনতম আয়ের সীমা আরও বাড়িয়ে দিল রাজ্য সরকার (West Bengal)। এর ফলে আরও বেশি সংখ্যক পরিবার এই পেনশনের জন্য আবেদন জানাতে পারবে।

গঙ্গার নীচ দিয়ে পাতাল রেলের মহড়া শুরু, রোমহর্ষক ভিডিও প্রকাশ মেট্রো কর্তৃপক্ষের

এর আগে রাজ্য সরকারের পারিবারিক পেনশন প্রাপকের ন্যূনতম পারিবারিক আয়ের সীমা ছিল ৩ হাজার ৬০০টাকা। এখন তা বাড়িয়ে করা হল ৯ হাজার টাকা। অর্থাৎ এখন থেকে ৯ হাজার বা তার কম মাসিক রোজগার যাদের, তারাই এই পেনশনের দাবিদার হতে পারবেন।

বুধবার রাজ্য সরকারের অর্থ দফতরের পেনশন শাখা থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। বুধবার থেকেই এই অর্ডার কার্যকরী হবে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জন্য অন্তত ৭ লক্ষ পেনশন প্রাপকের পরিবারের মানুষ উপকৃত হবেন। অনেকেই সাধুবাদ জানিয়েছেন এই সিদ্ধান্তকে। তবে সরকারের ব্যয় যে এতে আরও বাড়বে তা নিয়ে সন্দেহ নেই। দিন দিন সরকারের ঘাড়ে ভাতা ইত্যাদি সংক্রান্ত আর্থিক ভার যেভাবে চেপে বসছে তাতে অফিসারের একাংশ উৎকণ্ঠাও প্রকাশ করেছেন।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like