Latest News

শতবর্ষের মুখে মুক্তি পাবে বাজপেয়ীর বায়োপিক

দ্য ওয়াল ব্যুরো: পর্দায় আসতে চলেছে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জীবন। দুই চলচ্চিত্র নির্মাতা বিনোদ ভানুশালী এবং সন্দীপ সিং মঙ্গলবার ঘোষণা করেছেন, তাঁরা ভারতরত্ন বাজপেয়ীর বায়োপিক (Film) নির্মাণের কাজে হাত দিচ্ছেন।

জানা গিয়েছে, বায়োপিকটির নাম ‘ম্যায় রাহুঁ ইয়া না রাহুঁ, ইয়ে দেশ রহেনা চাহিয়ে-আটল’। এজন্য ‘দ্য থ্রি টাইমস প্রাইম মিনিস্টার’ বইটির পুরো স্বত্ত্ব কিনে নিয়েছেন তাঁরা।

বিনোদ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি অটলজির একজন বড় ভক্ত ছিলাম। তিনি ছিলেন জন্মসূত্রে একজন নেতা, একজন রাষ্ট্রনায়ক, একজন দূরদর্শী। সবই ছিলেন। জাতি গঠনে তাঁর অবদান অতুলনীয়।’

আর এক নির্মাতা সন্দীপ সিং বলেছেন, “আমার মনে হয় যে, দর্শক বাজপেয়ীজির মতো মানুষের জীবনের অকথিত গল্পগুলি পছন্দ করবেন। রাজনীতির পাশাপাশি তাঁর কাব্য চর্চা, মানবিক মুখ তাঁকে সকলের প্রিয় করে তুলেছিল।”

তবে নির্মাতারা আজ কাস্টিং নিয়ে মুখ খোলেননি। বাজপেয়ীর ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে কৌতূহল জিইয়ে রাখতে চেয়েছেন তাঁরা। বাজপেয়ীর জন্মদিন ২৫ ডিসেম্বর। আগামী বছর প্রয়াত প্রধানমন্ত্রীর ৯৯ তম জন্মবর্ষ। পরের বছর জন্ম শতবর্ষ পালিত হবে। শতবর্ষের কথা মাথায় রেখেই এখন বায়োপিক তৈরির উদ্যোগ নিয়েছেন নির্মাতারা।

You might also like