Latest News

সুন্দরবনের জঙ্গলে মৎস্যজীবীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল বাঘ! কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: সুন্দরবনের (Sundarbans) জঙ্গলে জীবিকা পালনে ফের দুর্ঘটনা। মর্মান্তিক পরিণতি হল এক মৎস্যজীবীর। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাঁর ঘাড়ে আচমকা ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মৎস্যজীবীর।

জানা গেছে, মৃতের নাম শ্রীনিবাস মণ্ডল। তিনি মৈপীঠ কোস্টাল থানা এলাকার কিশোরীমোহনপুরের বাসিন্দা। সোমবার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরো দুই সঙ্গী। তাঁরাই বাড়ি ফিরে এই খবর দিয়েছেন।

মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আচমকাই হামলা করে রয়েল বেঙ্গল টাইগারটি। ঘাড়ে কামড় বসায়। সেখানেই মারা যান শ্রীনিবাস মণ্ডল। তাঁর দেহ গ্রামে ফিরিয়ে এনেছেন সঙ্গে থাকা দুজন। চেষ্টা করেও বাঘের হাত থেকে শ্রীনিবাসকে বাঁচাতে পারেননি তাঁরা। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে।

You might also like