
দেখুন সেই টুইট ও অবিশ্বাস্য ভিডিওটি
The ground looks like it's breathing in this Quebec forest. pic.twitter.com/AeETAYJOdN
— Daniel Holland (@DannyDutch) October 20, 2018
গত মঙ্গলবার ড্যানিয়েল হল্যান্ড নামে এক ব্যক্তি টুইটারে লেখেন, “আমার মনে হচ্ছিল কুইবেক ফরেস্টের মাটি যেন শ্বাস নিচ্ছে “। টুইটের সঙ্গে সঙ্গে আপলোড করে দেন ভিডিওটি। অনেকে ভিডিও দেখে অস্বস্তি বোধ করেছেন, অনেকে আবার মজাও পেয়েছেন। মুহূর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি এখনও পর্যন্ত ৩০ লক্ষ মানুষ দেখেছেন। স্বীকার করেছেন ভিডিওটি তাঁদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিশ্বজুড়ে হট টপিক হয়ে আছে কানাডার এই রহস্যময় অরণ্যের ভৌতিক কার্যকলাপ। স্যাকরে-কোয়ের অরণ্য নাকি শ্বাস নেয়। । স্থানীয় বহু মানুষ চলে যান কুইবেক ফরেস্টে। কেউ দৃশ্যটি দেখে ভয়ে পালিয়ে আসেন, কেউ বমি করে ফেলেন, আবার কেউ রহস্য উদঘাটনের চেষ্টা করতে থাকেন অতি সাহসী হয়ে।
কিন্তু হ্যালোইনের প্রাক্কালে, ইউরোপ আমেরিকার মানুষ যুক্তি শুনতে চাইছেন না। তাঁরা এটাকে আধিভৌতিক বা অতিপ্রাকৃতিক কিছু বলে মেনে নিতে চান। প্রতি মূহুর্তে মজার মজার টুইট লেখা হচ্ছে এই নিয়ে। কেউ বলছেন, আমরা বিশ্বাস করি প্রকৃতি মা’র প্রাণ আছে। কেউ বলছেন, অপদেবতা খেলা করছে কাছে যেওনা। কেউ লিখেছেন, মানুষের অত্যাচারে প্রকৃতির নাভিশ্বাস উঠছে। কেউ লিখছেন এরকম ভয়ঙ্কর দৃশ্য তিনি আগে দেখেননি। যাই হোক, কপাল খুলে গেছে স্যাকরে-কোয়ের পার্ক কর্তৃপক্ষের। প্রচুর দর্শক আসছেন। তবে মানুষের ঢল নামলে পরিবেশের ক্ষতি হবে। সে ক্ষেত্রে সত্যি সত্যিই প্রকৃতি মা’র নাভিশ্বাস যাতে না ওঠে সেদিকে কড়া নজরও রাখছেন কানাডার কুইবেক অঞ্চলের স্যাকরে-কোয়ের পার্ক কর্তৃপক্ষ।