
রুক্ষ মাটিতে ফলছে কাশ্মীরি আপেল! অসাধ্য সাধন পুরুলিয়ার চাষীর
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের পশ্চিম প্রান্তের রুক্ষ পাথুরে জেলা পুরুলিয়া (Purulia)। চাষবাসের জন্য একেবারেই উপযুক্ত নয় মাটি (Soil)। কিন্তু সেই মাটিতেই ফল চাষ করে তাক লাগিয়ে দিলেন সর্বেশ্বর কুইরি। তাও যে সে ফল নয়, একেবারে কাশ্মীরি আপেল (Apple)।
ঝাড়খন্ড লাগোয়া বাগমুন্ডি ব্লকের তুন্তুরি গ্রামের বাসিন্দা সর্বেশ্বরবাবু। সুদূর কাশ্মীরে কাজের জন্য ট্রেনিং-এ গিয়েছিল তাঁর ছেলে। সেখান থেকেই দুটি আপেল গাছ নিয়ে আসে সে। সেই চারাগাছ দুটিকে জমিতে বসিয়ে যত্ন করে তাদের দেখাশোনা শুরু করেন সর্বেশ্বরবাবু। তারপরেই হয় ম্যাজিক। কাশ্মীরের আপেল গাছ ফলন দিতে শুরু করে পুরুলিয়ায়। গত বছর দুটি গাছ মিলিয়ে ফলন হয়েছিল প্রায় ১৫-১৬ কেজি। এই বছর তা আরও বেশি।
কিন্তু কোন ম্যাজিকে মিলল এমন সাফল্য? সর্বেশ্বরবাবু জানলেন, মাটি তৈরির পদ্ধতিতেই রয়েছে এর উত্তর। গোবর, খোল,সুফলা, পটাশ, ফসফেট, আর কেঁচো সার দিয়ে আগেভাগে মাটি তৈরী করে রেখেছিলেন তিনি। সেই মাটিতে বসানোর পরেই ফলন হয় কাশ্মীরের আপেল গাছে। ভবিষ্যতে একই পদ্ধতিতে আরও বেশি জমিতে বাণিজ্যিকভাবে আপেল চাষ করার পরিকল্পনা করছেন তিনি।
কলকাতায় প্লাস্টিকের তৈরি রাস্তা! কোথায় এমন অভিনব উদ্যোগ পুরসভার