Latest News

মালদহে দেদার ছাপ্পা ভোটের নালিশ, বিজেপির এজেন্টকে মার

দ্য ওয়াল ব্যুরো: ভোট শুরু হয়েছে ১০৮টি পুরসভায় (Municipal Election)। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবরে সরগরম। তারমধ্যেই মালদহেও (Maldah) ভোট ঘিরে অশান্তি। ভোট শুরু হতেই ইংরেজবাজার পুরসভার বিবেকানন্দ স্কুলের ৫ টি বুথে তীব্র উত্তেজনা দেখা দেয়।

জানা গেছে, ১৮৩, ১৮৪, ১৮৫, ১৮৬, ১৮৭, এই পাঁচটি বুথে বিরোধীদের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। শাসকদলের পক্ষ থেকে দেদার ছাপ্পা ভোট দেওয়া হয় বলে অভিযোগ তোলে বিজেপি।

আরও পড়ুনঃ সিপিএম-নির্দল মিলে দেদার ছাপ্পা দিচ্ছে, অভিযোগ কামারহাটির তৃণমূল প্রার্থীর

পুরাটুলি নিবেদিতা শিশু বিদ্যাভবনের ১২ নম্বর ওয়ার্ডের ১৬৯ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওই পোলিং এজেন্টের নাম রঞ্জিত সাহা।

ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকায়। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ইংরেজবাজার থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

You might also like