Latest News

ভুয়ো শিক্ষকের তালিকায় নাম, তাই কি অবসাদে আত্মঘাতী নন্দীগ্রামের শিক্ষিকা

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি আদালতের নির্দেশে নবম-দশম শ্রেণির ১৮৩ জন ভুয়ো শিক্ষকের (Fake Teacher) নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সেই তালিকাতেই নাম ছিল নন্দীগ্রামের (Nandigram) দেবীপুর মিলন বিদ্যাপীঠের বাংলা শিক্ষিকা টুম্পারানি মণ্ডলের। সূত্রের খবর, সেই অপমানে, লজ্জায় আত্মঘাতী (Suicide) হলেন তিনি।

জানা গেছে, আজ, রবিবার সন্ধেয় পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক ব্লকের দেবীপুর মিলন বিদ্যাপীঠের বাংলা বিভাগের শিক্ষিকার দেহ উদ্ধার হয়। এর পরে বাড়ির লোকেরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রের খবর, সম্প্রতি প্রকাশিত বেআইনি ভাবে চাকরি পাওয়া শিক্ষকের তালিকায় ২৬ নম্বরে নাম ছিল টুম্পা দেবীর। তার পর থেকেই অবসাদে ছিলেন চণ্ডীপুরের বাসিন্দা টুম্পারানি মন্ডল। শেষমেশ অপমানে এবং চাকরি চলে যাওয়ার ভয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। পারিবারিক অশান্তির দিকেও ইঙ্গিত করছেন কেউ কেউ।

বিধবা পুত্রবধূর সঙ্গে বিয়ে বিপত্নীক জামাইয়ের! অনন্য দৃষ্টান্ত গড়লেন দু’জোড়া শ্বশুর-শাশুড়ি

You might also like