
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: রেলের ডিআরএম (Fake DRM) পরিচয় দিয়ে নকল সোনা গচ্ছিত রেখে ব্যাঙ্ক থেকে প্রায় ২৫ লক্ষ টাকা গোল্ডলোন (Gold Loan) নিয়েছিলেন এক ব্যক্তি। অভিযোগ, তাকে জালিয়াতিতে সাহায্য করেছিল ব্যাঙ্কের অনুমোদিত স্বর্ণকার (Goldsmith)। সাঁকরাইল থানার পুলিশ অভিযুক্ত দুজনকেই গ্রেফতার (Arrested) করেছে।
হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত আন্দুল ও দ্যুইলাতে দুটি শাখা রয়েছে ওই রাষ্ট্রায়ত্ব ব্যঙ্কের। অভিযোগ, দুটি শাখাতেই নিজেকে ভারতীয় রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার পরিচয় দিয়ে গোল্ড লোনের জন্য আবেদন করেন বিশ্বজিৎ পাল নামে ওই ব্যক্তি। আবেদন মঞ্জুর হতেই গয়না নিয়ে এসে ঋণ নেন তিনি।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, প্রায় চারশো গ্রাম নকল সোনার গয়না জমা দেন তিনি। ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁদের অনুমোদিত স্বর্ণকার অনিমেষ সামন্তকে দিয়ে সেই গয়না পরীক্ষা করেন। নকল সোনা আসল বলে চালিয়ে দেন অনিমেষও। এরপরেই ওই ব্যাঙ্কের দুটি শাখা থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকা গোল্ডলোন পেয়ে যান বিশ্বজিৎ।
এই ঘটনা যে আসলে জালিয়াতি সেটা পরে টের পায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তারপরেই ম্যানেজার নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করেন সাঁকরাইল থানায়। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, স্যাঁকরা অনিমেষ সামন্তের সঙ্গে যোগসাজস করেই এগিয়েছিল বিশ্বজিৎ। নকল সোনা আসল বলে চালিয়ে দেন অনিমেষ সামন্ত। দুটি শাখা থেকে লোন পেয়ে যান তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি।
অভিষেক পদ কাড়লেন আরও এক পঞ্চায়েত প্রধানের, ফয়সালা অন দ্য স্পট!