Latest News

জাল ডিগ্রি দেখিয়ে রোগীদের থেকে টাকা হাতানোর অভিযোগ! ক্যানিংয়ে গ্রেফতার ভুয়ো চিকিৎসক

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে ফের গ্রেফতার ভুয়ো চিকিৎসক (fake doctor)। জাল এমবিবিএস (MBBS) ডিগ্রির সাহায্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে যাওয়ার পাশাপাশি রোগীদের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে।

ধৃত জাল চিকিৎসকের নাম সোমনাথ ভট্টাচার্য। শনিবার সুন্দরবন উপকূল থানার অন্তর্গত লাক্সবাগান এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার (arrested) করেছে। সোমনাথের বাড়ি হাওড়ার উলুবেড়িয়া থানার অন্তর্গত বলরামপুর এলাকায়। তাকে রবিবার আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত সাতজেলিয়ার দু’নম্বর এমিলি বাড়ির বাসিন্দা কমল মিস্ত্রি গত শনিবার থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, সোমনাথ ভট্টাচার্য নামে হাওড়ার বাসিন্দা এক ব্যক্তি এমবিবিএস এবং এমএস ডিগ্রি জাল করে তার সাহায্যে রোগীদের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে। লাক্সবাগান এবং গোসাবার আরামপুর এলাকায় নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিয়ে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন কমলবাবু।

তাঁর অভিযোগ পেয়ে তদন্তে নামে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। এলাকা থেকে সোমনাথ ভট্টাচার্য নামে চিকিৎসকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক দিবাকর দাস জানিয়েছেন, ‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছি। নিজের ডিগ্রি সম্পর্কে সত্যতার কোনও প্রমাণ দেখাতে পারেননি ওই চিকিৎসক। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২০৫, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়েও ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করা হয়েছে।’

গোটা হুগলি জেলাই যেন ডেঙ্গির হটস্পট! ৫ বছরে ৭ গুণ সংক্রমণ বাড়ার কারণ কী

You might also like