Latest News

অশোকনগরে এবার ভুয়ো অ্যাসিস্ট্যান্ট সুপার, প্রতিবন্ধী সার্টিফিকেট দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো আইপিএস, ভুয়ো আইনজীবী ও ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডের পর এবার ভুয়ো অ্যাসিস্ট্যান্ট সুপার কাণ্ড। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার ৪ নম্বর এলাকায়।

প্রতারিত মানুষদের অভিযোগ, বাড়িতে প্রতিবন্ধী সদস্য থাকলেই অ্যাসিস্ট্যান্ট সুপারের ভুয়ো পরিচয় দিয়ে বাড়িতে পৌঁছে যেত অভিযুক্ত ব্যক্তি। প্রতিবন্ধী সার্টিফিকেট থেকে প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার নাম করে সবার কাছে এক হাজার, দু হাজার টাকা করে নিত।

প্রতারিত এক ব্যক্তি জানিয়েছেন, বারাসাত হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের পরিচয় দিয়ে এই ব্যক্তি তাঁর কাছ থেকে হাজার টাকা নিয়েছে। প্রতিবন্ধী সার্টিফিকেট এবং প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেবে বলে দাবিও করেছিল। পরবর্তী সময় তাঁরা বুঝতে পারেন ওই ব্যক্তির পরিচয় ভুয়ো। অশোকনগর হাবরা আমডাঙ্গা বিভিন্ন এলাকা থেকে কয়েকশো মানুষের কাছ থেকে এইভাবে টাকা নিয়েছে ওই ব্যক্তি, এমনটাই অভিযোগ প্রতারিতদের।

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম আকাশ দাস। খবর জানাজানি হতেই যে প্রতারিতরা আকাশের বাড়িতে হাজির হন। টাকা ফেরতের দাবি জানান এবং আকাশকে কাছে পেয়ে উত্তমমধ্যম মারধর করেন। পরে অশোকনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় আকাশ দাসকে।

সে বলে, একমাস ধরে এই কাজ করছে সে। সে দাবি করে, এক মাস ধরে অনেকের কাছ থেকে ৫০০-৭০০ করে টাকা নিয়েছে সে। কাউকে প্রতিবন্ধী কার্ড দেয়নি সে এখনও। এই কাজের সঙ্গে আর কেউ যুক্ত নেই তার সঙ্গে, এমনটাই জানায় সে।

এ বিষয়ে আকাশ দাসের বাবা সুভাষ দাস জানান, ছেলে হাবড়া বাসডিপোতে কাজ করত বলে জানতেন। সে বাড়িতে কোনও পয়সাকড়িও দিত না। ঘরে রীতিমতো অভাবের সংসার।

বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। আকাশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

You might also like