Latest News

জম্মুতে ফের বিস্ফোরণ! এই নিয়ে ২৪ ঘণ্টায় তিনবার, জখম এক পুলিশ কনস্টেবল

দ্য ওয়াল ব্যুরো: ২৪ ঘণ্টার মধ্যে ফের বিস্ফোরণ জম্মুতে (Jammu)। সূত্রের খবর, শনিবার মাঝরাতে জম্মুর সিধরা এলাকায় বাজাল্টা (Bajalta) মোড়ে এই ঘটনাটি ঘটে। ইউরিয়া ভর্তি একটি ডাম্পারে বিস্ফোরণ (Explosion) হয়। ঘটনায় আহত হন এক পুলিশ অফিসার। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মুর নারওয়াল এলাকা। ওই দুই ঘটনায় আহতের সংখ্যা প্রথমে সাতজন হলেও, পরে তা বেড়ে দাঁড়ায় নয়জন। তবে রাতের বেলা সেরকম ভয়াবহ কোনও ঘটনা ঘটেনি। যেহেতু রাস্তাঘাট ফাঁকা ছিল, তাই বড় বিপদ এড়ানো গেছে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, শনিবার মাঝরাতে বাজাল্টা মোড় এলাকায় কর্মরত এক পুলিশ একটি ডাম্পারকে দাঁড় করায়। এরপর তল্লাশি শুরু করতেই বিস্ফোরণ ঘটে গাড়িটিতে। আগুনের তীব্রতায় ছিটকে পড়েন সুরিন্দর সিং নামের ওই পুলিশ কনস্টেবল। সামান্য পুড়ে যায় শরীরের বেশ কিছু অংশ। চোট লাগে একাধিক জায়গায়।

সেখান থেকে সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা চিকিৎসা শুরু করে দেন। পরে হাসপাতাল থেকে জানানো হয়, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘটনার পরই ডাম্পারটিকে আটক করা হয়। নেহাত দুর্ঘটনা নয়, এটা ইচ্ছাকৃতই বিস্ফোরণ ঘটানো হয়েছে, এমনটাই মনে করছে পুলিশ। ইতিমধ্যেই এফআইআর দায়ের করে মামলা রুজু হয়েছে। প্রজাতন্ত্র দিবসের আগে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জম্মুতে তিনবার বিস্ফোরণের ঘটনায় স্বভাবতই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ বাড়ছে।

জম্মুতে জোড়া বিস্ফোরণ! আধঘণ্টার ব্যবধানে কেঁপে উঠল গোটা এলাকা

You might also like