
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিস্ফোরণে কেঁপে উঠল কামারহাটি (Kamarhati)। মঙ্গলবার সকালে আচমকাই বিকট শব্দে (Explosion) কেঁপে ওঠে এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। বিস্ফোরণে দুজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামারহাটির মসজিদ মোড়ে অটোরিক্সার (Auto) গ্যাস রিফিলিংয়ের দোকানে এই বিস্ফোরণ হয়। এখানে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার থেকে অবৈধভাবে অটোতে গ্যাস ভরা হচ্ছিল বলে অভিযোগ। সেই সময় বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম অবস্থায় দুই কর্মীকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের আওয়াজ শুনে প্রথমে বোমা বিস্ফোরণ হয়েছে বলে গুজব ছড়ায়। কিন্তু পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে অবৈধ এই গ্যাস ব্যবসার বিষয়টি প্রকাশ্যে আসে।
অভিযোগ, কামারহাটির বেশ কিছু অঞ্চলে রাস্তায় যে সিএনজি অটো চলে তার সিংহভাগ অটোচালক অর্থ সাশ্রয়ের জন্য অবৈধ কাটা গ্যাস সেন্টারে গিয়ে অটোতে জ্বালানি ভরেন। গ্যাস রিফিলিং পাম্পিং সেন্টারে বাড়তি খরচ থেকে রেহাই পেতেই অটোচালকরা কাটা গ্যাস ভরানোর পথে পা বাড়ান। এই দোকানগুলিতে ডোমেস্টিক সিলিন্ডার থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে গ্যাস ভরা হয় অটোতে। মঙ্গলবার কামারহাটির মসজিদ পাড়ায় সেই রকমই কাজ চলছিল বলে অভিযোগ। আচমকাই সেই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। গুরুতর জখম হন দোকানে কর্মরত থাকা দুই ব্যক্তি। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
মঞ্জুলিকা ঘুরে বেড়াচ্ছে রাজস্থানের প্রাসাদে! পর্যটকদের আত্মারাম খাঁচাছাড়া, দেখুন ভিডিও