Latest News

কেন্দ্রীয় বাজেট সম্ভবত পেশ করা হবে ১ ফেব্রুয়ারি

দ্য ওয়াল ব্যুরো : ফেব্রুয়ারির প্রথম দিন (1st February) বেলা ১১ টার সময় পেশ করা হতে পারে কেন্দ্রীয় বাজেট (Budget)। একটি বিশেষ সূত্র থেকে মঙ্গলবার এই খবর জানা গিয়েছে। পর্যবেক্ষকদের ধারণা, চলতি বছরে উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে ভোটের দিকে নজর রেখে এবার জনমোহিনী (Populist) বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি সম্ভবত সড়ক নির্মাণ, রেলপথ নির্মাণ ও স্বাস্থ্য পরিষেবায় আরও বেশি বরাদ্দ করবেন।

২০২১-২২ সালের বাজেটে সংস্কারের ওপরে জোর দিয়েছিলেন নির্মলা। এবার তিনি দেশের বাজারে চাহিদা বাড়ানোর ওপরে জোর দেবেন। একটি সূত্রে খবর, বাজেটে আয়করের বিভিন্ন স্ল্যাবের সম্ভবত বিশেষ পরিবর্তন হবে না। তার বদলে আয়করে কিছু ছাড় দেওয়া হতে পারে।

পর্যবেক্ষকদের ধারণা, ইতিমধ্যে অর্থনীতিতে যে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে, তা কার্যকর করার ওপরেই জোর দেবেন নির্মলা।

You might also like