Latest News

এক্সাইড মোড়ে টায়ারের শোরুমে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে বিধ্বংসী আগুন (fire) কলকাতার এক্সাইড মোড়ের (Exide more) কাছে টায়ারের শোরুমে। ৫৯ডি চৌরঙ্গী রোডের একতলায় ‘ইউনাইটেড টায়ার্স’ নামের দোকানটিতে আগুন লেগে যায়।

রবীন্দ্র সদন মেট্রোর (Rabindra Sadan metro) কাছে সোমবার সকালে দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে ঘটনাস্থলে। আগুন নেভানোর চেষ্টা চলছে। ভিতরে আটকে থাকা লোকজনকে যত দ্রুত সম্ভব বের করে আনার চেষ্টা করা হচ্ছে। কীভাবে দোকানটিতে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

বিস্তারিত আসছে…

ঠাকুরপুকুরে মহিলা ইএসআই কর্মীকে পিষে দিল বাস, নাইট ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন

You might also like