
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে রবিবার রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়দানের মাঝমাঠ কিংবদন্তীর শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়েছে।
সোমবার সুরজিৎ সেনগুপ্তর ছেলে স্নিগ্ধদেব সেনগুপ্ত জানান, দুদিন ধরে তাঁর বাবার প্রচণ্ড কাশি হচ্ছিল। কাশতে কাশতে রবিবার অস্কিজেন স্যাচুরেশন নেমে গিয়েছিল প্রায় ৮০-তে। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তখনও জানা যায়নি তিনি কোভিড আক্রান্ত। টেস্ট করার পর তাঁর রিপোর্ট আসে পজিটিভ।
এদিন স্নিগ্ধদেব আরও জানান, এখনও পর্যন্ত সুরজিৎ সেনগুপ্তকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। কৃত্রিম ভাবে অক্সিজেন দেওয়ার পরে তাঁর স্যাচুরেশন রয়েছে ৯২-এর আশপাশে। তবে কোভিড জেনারেল ওয়ার্ডেই রয়েছেন তিনি। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন ৭০-৮০-র দশকের ময়দান কাঁপানো মিডিওকে।
সুরজিৎবাবুর এখন বয়স ৭১ বছর। তা ছাড়া এর আগে তাঁর বুকে দু’বার স্ট্রেন বসেছে। তবে এখন তাঁর মূল সমস্যা হল কাশি। স্নিগ্ধদেব জানিয়েছেন, এমন কাশি হচ্ছিল যে থামছিলই না।
১৯৭৭-৭৯ ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়ক ছিলেন সুরজিৎ। ৮০ সালে মহামেডানে সই করার পর বহু লাল-হলুদ ও সবুজ-মেরুন সমর্থক কেবলমাত্র সুরজিতের খেলার টানে সাদা-কালো গ্যালারি ভরিয়ে দিতেন।