Latest News

ওমিক্রন সবার হবে, বুস্টার টিকায় লাভ হবে না! কী বলছেন কেন্দ্রের বিশেষজ্ঞ

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকমাস ধরে গোটা ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসে যা প্রায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আর এই ওমিক্রন নিয়েই একটি ভয়াবহ তথ্য দিলেন ডক্টর জয়প্রকাশ মুলিল। জানালেন, “ওমিক্রন সবারই হবে। বুস্টার টিকা নিয়েও কোনও কাজ হবে না।”

মহামারী বিশেষজ্ঞ এবং আইসিএমআর-এর জাতীয় রোগবিদ্যা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন এই জয়প্রকাশ মুলিল। তিনি বলেন, “আমরা বেশিরভাগই জানব না যে আমরা সংক্রামিত হয়েছি। সম্ভবত ৮০ শতাংশেরও বেশি মানুষের সঙ্গে এমনটা ঘটতে পারে।”

IHU': All About The New Variant Of Coronavirus

এর পাশাপাশি বুস্টার ডোজ নিয়েও সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন মুলিল। বলেন, “আমরা এখনও পর্যন্ত সরকারের কোনও সংস্থাকেই বুস্টার ডোজ সুপারিশ করিনি। তবে খুব শিগগিরই বুস্টার চালু হবে দেশজুড়ে। করোনা ভ্যাকসিনের মতো বুস্টারের ক্ষেত্রেও কোভিডযোদ্ধা, অর্থাৎ চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার পাবেন।”

You might also like