
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাত্র ৩৫ বছরেই অবসর নিলেন ইয়ন মরগ্যান (Eoin Morgan)। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা সরলেন চাপের কাছে নতিস্বীকার করেই।
বেশ কিছুদিন ধরেই চোট ও ছন্দহীনতায় ভুগছিলেন বিশ্বসেরা এই অধিনায়ক। যে কারণে ধারণা করা হচ্ছিল, হয়তো বা ইংল্যান্ড ক্রিকেট দলের নেতৃত্ব ছেড়ে দিতে পারেন তিনি। আবার আন্তর্জাতিক ক্রিকেটকেও পুরোপুরি বিদায় জানাতে পারেন।
বরফ গলল, মিলল সমাধানসূত্র, ইমামি- ইস্টবেঙ্গল চুক্তিতে সই চলতি সপ্তাহেই
অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো। প্রায় সাড়ে সাত বছর পর অধিনায়কত্ব করার পর আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়ে দিলেন ইংল্যান্ডের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
মরগ্যানের হাত ধরেই ২০১৯ সালে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয় করে ইংল্যান্ড। এর আগে তিনবার ফাইনালে উঠেও তারা শিরোপার স্বাদ নিতে পারেনি।
ইংল্যান্ডের হয়ে ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি এবং সবচেয়ে বেশি রানও করেছেন। ওয়ানে ডে-তে খেলেছেন মোট ২৪৮ ম্যাচ। রান করেছেন ৩৯.২৯ গড়ে ৭৭০১। সেঞ্চুরি ১৪টি, হাফ সেঞ্চুরি ৪৭টি।
টি-টোয়েন্টি খেলেছেন ১১৫টি। ২৮.৫৮ গড়ে এবং ১৩৬.১৭ স্ট্রাইকরেটে রান করেছেন ২৪৫৮। সেঞ্চুরি নেই, হাফ সেঞ্চুরি করেছেন ১৪টি।