
দ্য ওয়াল ব্যুরো: সূর্যোদয়ের মুখে মুম্বইয়ে শিবসেনা (Shibsena) নেতা সঞ্জয় রাউতের (Sanjay Raut) বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সঙ্গে আধা সেনার বাহিনী।
পর পর দুবার ইডি’র তলব উপেক্ষা করায় এই অভিযান, বলা হয়েছে সংস্থা সূত্রে। পার্থ চট্টোপাধ্যায়ের মত সঞ্জয়কেও ঘুম থেকে তোলা হয় জেরা করার জন্য। শিবসেনার সমর্থকেরা বিক্ষোভ প্রতিবাদ করলে তাঁকে ইডি দফতরেও নিয়ে যাওয়া হতে পারে।
মোদীর বাড়ি ঘিরবে কংগ্রেস, মূল্যবৃদ্ধি থেকে দৃষ্টি ঘোরাতে দেবে না প্রধানমন্ত্রীকে
গত ১ জুলাই রাউত ও তাঁর স্ত্রী বর্ষাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তারপর রাউতের স্ত্রীর প্রায় ১২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সিটি।
রাউতের বিরুদ্ধে পূর্ব মুম্বইয়ে একটি জমি বিক্রি ও প্রমোটিংয়ে বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে। আজ তাঁকে গ্রেফতার করা হতে পারে, আশঙ্কা রাউতের ঘনিষ্ঠ মহলের।