
দ্য ওয়াল ব্যুরো: সবকিছু ঠিক থাকলে শুক্রবার রথযাত্রার দিনই চূড়ান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করতে পারত ইমামি। কিন্তু সেটি না হলেও এদিনই সংশোধিত চুক্তিপত্র পাঠাল এই কোম্পানির আধিকারিকরা। শোনা গিয়েছে, ফুটবল রাইটসের শেয়ার কিছুটা তারা ছেড়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব প্রশাসনকে।
গত দু’দিন ধরেই ইস্টবেঙ্গলে বৈঠক হয়ে চলেছে। বুধবার ইমামি ও ইস্টবেঙ্গলের আইনজীবীরাও আলোচনায় বসেছিলেন। তাঁরা আইনগত বিষয় নিয়ে আলোচনা করেছেন। তারপরই ঠিক হয়, প্রস্তাবিত চুক্তিপত্র পাঠানো হবে। কারণ ইমামি কর্তারা আর বিলম্ব করতে রাজি নন। দলগঠন বাকি ক্লাবগুলি সেরে ফেললেও লাল হলুদের ফুটবলার ও কোচ নির্বাচন হয়নি। লাল হলুদের এক নামী কর্তাও বলেছেন, সামনের সপ্তাহের মধ্যে আমরাও আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব, তারপর চুক্তিতে স্বাক্ষর হতে বেশি সময় লাগবে না।
ডার্বির আগেই ইন্ডোরে ইস্টবেঙ্গলের শতবর্ষ অনুষ্ঠান, মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং
এদিকে, শুক্রবার দিল্লিতে এফএসডিএলের ডাকা আইএসএলের রোডম্যাপের বৈঠকে লাল হলুদ কর্তারা ছিলেন না। বাকি ১০ দলের কর্তারাই ছিলেন। সম্ভবত ৬ অক্টেবর একাদশীর দিন আইএসএলের উদ্বোধন হতে পারে। তেমনই আভাস মিলেছে সভায়।