
দ্য ওয়াল ব্যুরো: তিনি না থাকলে টুইটার ‘দেউলিয়া’ হয়ে যেত! অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়ে টুইটারকে (Twitter) বড়সড় বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়েছেন, বলে দাবি করলেন মাইক্রো ব্লগিং সাইটের বর্তমান মালিক ইলন মাস্ক (Elon Mask)।
২০২২ সালে টুইটার অধিগ্রহণের পর থেকেই একের পর এক বিতর্ক তাড়া করেছে মাস্ককে। কখনও টুইটারের পলিসি বদল, কখনও আবার কর্মী ছাঁটাইয়ের মতো সিদ্ধান্ত ইলন মাস্ককে কাঠগড়ায় তুলেছিল। কিন্তু তারপরও নিজের সিদ্ধান্ত থেকে এক চুল সরে আসেননি ইলন।
টুইটার তিনি অধিগ্রহণ না করলে যে সেটা দেউলিয়া হয়ে যেত তা মনে করিয়ে দিয়ে এদিন টুইট করেন মাস্ক। তিনি লেখেন, ‘গত ৩ মাস আমার কাছে কঠিন সময় ছিল। টুইটারকে দেউলিয়ার হাত থেকে বাঁচাতে হয়েছে আমাকে। শুধু তাই নয় সেইসঙ্গে Tesla ও SpaceX-এর মতো সংস্থাগুলির সমস্ত কর্তব্য পালন করতে হয়েছে।
তিনি আরও যোগ করেন, ‘টুইটারকে এখনও অনেক চ্যালেঞ্জের মধ্যে দিতে যেতে হচ্ছে। তবে আমার বিশ্বাস আমরা যদি এই পথে হাঁটতে থাকি তবে সব সমস্যাই কাটিয়ে উঠতে পারব। টুইটারের দুঃসময়ে মানুষের সহযোগিতাকে আমি সম্মান করি।’
২০২২ সালের অক্টোবরে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে টুইটার কেনেন মাস্ক। তারপর থেকে একের পর এক সমস্যা ধেয়ে এসেছে। বিজ্ঞাপনদাতাদের সরে যাওয়া, লাভ কম হওয়া ইত্যাদি সামলাতে হয়েছিল ইলন মাস্ককে।
এই আবহেই টুইটার প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের মতো সিদ্ধান্ত নেয়। টুইটার ব্লু সাবস্ক্রিপশন বাধ্যতামূলক করেও বিতর্ক তৈরি করেন ইলন। এছাড়াও বিশ্বজুড়ে টুইটারের বিভিন্ন অফিসের ভাড়া বাকি পড়ে যাওয়ায় চাপে পড়ে যান মার্কিন ধনকুবের।
বিল গেটসের হাত ছিল করোনা প্যানডেমিকের পিছনে! দু’বছর পর নীরবতা ভেঙে তিনি বললেন…