
দ্য ওয়াল ব্যুরো: ফের হাতির (Elephant) হামলায় (Attack) মৃত্যুর (death) ঘটনা ঝাড়গ্রামে (Jhargram)। বুনো হাতির আক্রমণে মৃত্যু হল ৩ জনের। আহত একাধিক।
ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের ১৬ নং ওয়ার্ড সংলগ্ন এলাকার শিরিষ পোলের কাছে। জানা গেছে, একটি বাচ্চা-সহ দুটি দলছুট হাতি আচমকাই এলাকায় ঢুকে পড়ে। সেই সময় রাস্তার পাশেই চায়ের দোকানে বস আড্ডা দিচ্ছিলেন স্থানীয় কয়েকজন। হঠাৎ করেই হাতি চলে আসায় পালানোর সুযোগই পাননি তাঁরা, পড়ে যান হাতির সামনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলা-সহ ৩ জনের। আহত হয়েছেন আরও ৩ জন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হাতিগুলি বর্তমানে শিরিষ পোল এলাকা থেকে পালিয়ে গিয়ে শহরের ৮ নং ওয়ার্ড মেহেরাবাঁধ এলাকায় রয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এবারের হাতির তাণ্ডবের ঘটনাটি বনপ্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার নিজস্ব বিধানসভা এলাকার ঘটনা। কিন্তু তারপরেও তাঁর কোনও পাত্তা পাওয়া যায়নি বলেই এলাকাবাসীদের দাবি। বারবার একই ঘটনা সত্ত্বেও বন দফতরেরও কোনও মাথা ব্যথা নেই বলে অভিযোগ এলাকাবাসীদের।
বুনো হাতির তাণ্ডবে গুঁড়িয়ে গেল চা-বাগান ডিরেক্টরের বাংলো! লক্ষাধিক টাকার ক্ষতি