Latest News

রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান পদে ভোট ৯ ই

দ্য ওয়াল ব্যুরো : গত জুন মাসে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদ থেকে অবসর নিয়েছেন পি জে কুরিয়েন।  সেই শূন্যস্থান পূরণ করতে ভোট হবে আগামী ৯ অগাস্ট বেলা ১১ টায়।

রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, মনোনয়নপত্র জমা নেওয়া হবে ৮ অগাস্ট দুপুরের আগে। পি জে কুরিয়েন কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। পরে ডেপুটি চেয়ারম্যান হন। রাজ্যসভায় বিজেপির প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই। বিজেপির প্রার্থীকে জিতিয়ে আনার জন্য কয়েকটি ছোটখাট দলের সমর্থন প্রয়োজন হবে।

You might also like