
রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, মনোনয়নপত্র জমা নেওয়া হবে ৮ অগাস্ট দুপুরের আগে। পি জে কুরিয়েন কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। পরে ডেপুটি চেয়ারম্যান হন। রাজ্যসভায় বিজেপির প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই। বিজেপির প্রার্থীকে জিতিয়ে আনার জন্য কয়েকটি ছোটখাট দলের সমর্থন প্রয়োজন হবে।