Latest News

নির্বাচনী জনসভা ও রোড শোয়ে নিষেধাজ্ঞা বহাল, ছাড় মিলবে প্রথম দুই দফায়

দ্য ওয়াল ব্যুরো: জন সমাবেশ ও রোড শো-এর ওপর নিষেধাজ্ঞা ফের বাড়ানো হল। এই মাসের শেষ অবধি বহাল থাকবে এই নিষেধাজ্ঞা। শনিবার নির্বাচন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির প্রচারের ক্ষেত্রে আগেই বেশকিছু নিষেধাজ্ঞা চাপিয়েছিল কমিশন। সেই নিষেধাজ্ঞা ২২ জানুয়ারি অবধি রাখা হয়েছিল, তবে এবার সেই নিষেধাজ্ঞাই বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হল।

তবে প্রথম দুই দফার নির্বাচনের ক্ষেত্রে বিধি নিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। এই দুই দফার নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর জন্য জন সমাবেশ ও রোড শো-এ ছাড় দেওয়া হল।

প্রথম দফায় নির্বাচন আছে উত্তর প্রদেশে। আর দ্বিতীয় দফায় নির্বাচন আছে উত্তর প্রদেশ, গোয়া ও উত্তরাখণ্ডে। যদিও এই দফায় পাঞ্জাবের নির্বাচন হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে আগে। এই দুই দফার নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর জন্য কিছু ছাড়ের ঘোষণা করা হয়েছে।

বলা হয়েছে, ৫০০ জন বা মাঠের ৫০ শতাংশ লোক নিয়ে রাজনৈতিক দলগুলো বা নেতারা জন সমাবেশ করতে পারবেন। পাশাপাশি, অন্তর্বর্তী বৈঠকের ক্ষেত্রে আগের বহাল করা নির্দেশই কার্যকর থাকবে। অর্থাৎ সর্বাধিক ৩০০ জন নিয়ে ঘরোয়া বৈঠক করা যেতে পারে। কিংবা কোনও হলে ৫০ শতাংশ উপস্থিতিতে মিটিং করার ক্ষেত্রেও সম্মতি দিয়েছে কমিশন।

তবে এই শিথিলতা প্রথম দফা নির্বাচনের ক্ষেত্রে আগামী ২৮ জানুয়ারি থেকে ও দ্বিতীয় দফার ক্ষেত্রে ১ ফেব্রুয়ারি থেকে কার্যকরী হবে। প্রথম দফার ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি ও দ্বিতীয় দফার ক্ষেত্রে ১২ ফেব্রুয়ারি সমাবেশ করতে পারবে রাজনৈতিক দলগুলো।

অন্যান্য দফার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল রইল। আগের নির্দেশ মতোই মিটিং মিছিল করতে পারবে দলগুলো। যদিও ডোর টু ডোর ক্যাম্পেন করা ক্ষেত্রে লোক সংখ্যা কিছুটা বাড়িয়ে ১০ জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

You might also like