Latest News

জনমত ও বুথ ফেরত সমীক্ষা নিষিদ্ধ করতে চায় নির্বাচন কমিশন

দ্য ওয়াল ব্যুরো: জনমত ও বুথ ফেরৎ সমীক্ষা (Exit Poll) বন্ধ করতে চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিল নির্বাচন কমিশন (Election Commission)। নতুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আইন মন্ত্রককে সম্প্রতি চিঠি দিয়ে এই ব্যাপারে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন।

বছর শেষে গুজরাত ও হিমাচল প্রদেশের বিধানসভার নির্বাচন। তার আগে সরকারকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে আর্জি জানিয়েছেন কমিশন প্রধান।

অবশ্য কমিশনের এই বক্তব্য নতুন নয়। রাজীব কুমারের পূর্বসূরিদের অনেকেই এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু কোনও সরকারই সাড়া দেয়নি।

Image - জনমত ও বুথ ফেরত সমীক্ষা নিষিদ্ধ করতে চায় নির্বাচন কমিশন

কমিশনের বক্তব্য, জনমত সমীক্ষা এবং বুথ ফেরত সমীক্ষা নির্বাচনের মৌলিক ধারণার পরিপন্থী। জনমত সমীক্ষা বহু মানুষের রায়কে প্রভাবিত করে। আর বুথ ফেরৎ সমীক্ষা থেকে শুরু হয় এমপি, এমএলএ কেনাবেচার প্রস্তুতি।

এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কমিশনের হাতে নেই। সরকারকেই সংসদে বিল এনে জনপ্রতিনিধিত্ব আইনে এই ধরনের সমীক্ষা নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

আরও একটি বিষয়ে নতুন মুখ্য নির্বাচন কমিশনার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আইন মন্ত্রককে তিনি লিখেছেন, দু’হাজার বা তার বেশি টাকা কেউ রাজনৈতিক দলগুলিকে দিলেই দাতার নাম জানাতে বাধ্য থাকবে দলগুলি। চলতি নিয়মে কুড়ি হাজার বা তার বেশি টাকা চাঁদা দিলে তবেই দাতার নাম কমিশনকে জানতে হয় রাজনৈতিক দলগুলিকে। রাজনৈতিক দলগুলির আয়ের উৎসের উপর নজরদারির লক্ষ্যে এই প্রস্তাব দিয়েছে কমিশন।

নূপুর শর্মাকে জেরা করতে চায় কলকাতা পুলিশ, নোটিস পাঠাচ্ছে লালবাজার

You might also like