
বলাই বাহুল্য, একেবারে অবিকল ডিমের মতো হলেও ডিম নয় সেটি। টিউমারই, কিন্তু হুবহু ডিমের মতো দেখতে। ওই অদ্ভুতদর্শন ডিমের কারণেই ব্যথায় কষ্ট পাচ্ছিলেন দমদমের ওই ব্যক্তি। চিকিৎসকরা জানিয়েছেন, অনেক সময়ে মানুষের শরীরের দেহতন্তুর সঙ্গে চর্বি, ক্যালসিয়াম জমাট বেঁধে এমন ডিমের আকারের টিউমার ধারণ করে। তবে তা খুবই বিরল।
দমদমের ওই রোগীকে পরীক্ষা করে চিকিৎসকেরা প্রাথমিকভাবে মনে করেন, মূত্রথলিতে সংক্রমণের জন্য ওই ব্যক্তির তলপেটে ব্যথা হতে পারে। কিন্তু চিকিৎসায় সাড়া না মেলায় পরে রোগীর আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। তাতে দেখা যায় টিউমারের মতো কিছু রয়েছে। স্পষ্ট অবস্থান জানতে সিটি স্ক্যানও করানো হয়। দেখা যায়, খাদ্যনালীতে টিউমার রয়েছে। এর পরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়। রোগীর তলপেট থেকে বের করা হয় প্রায় পাঁচ সেন্টিমিটার বড় ‘সেদ্ধ ডিম’!
ডাক্তারি পরিভাষায় এই টিউমারের নাম ‘পেরিটোনিয়াল লুজ বডি’ বা ‘অ্যাবডমিনাল মাইস’। এই কারণেই এত ব্যথা হচ্ছিল এত দিন ধরে। চিকিৎসকরা জানিয়েছেন, মহিলাদের ক্ষেত্রে অনেক সময় জরায়ুর গা থেকে ছোট টিউমার খসে এ ধরনের তন্তু তৈরি হতে পারে, যা এরকম টিউমার তৈরি করে। পুরুষদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স বা বৃহদন্ত্রের গা থেকে মাংস খসেও এমন হতে পারে। তবে তা এমন হুবহু ডিমের মতো দেখতে হওয়াটা খুবই চমকপ্রদ।
গোটা দেশেই এমন ঘটনা বিরল। আর গোটা পৃথিবীতে হয়তো খুব বেশি হলে খান তিরিশেক এমন ডিম-টিউমার অস্ত্রোপচার করা হয়েছে। মঙ্গলবার সকালে এমন বিরল টিউমার অস্ত্রোপচারের সাক্ষী হল আরজি কর হাসপাতাল।