
দ্য ওয়াল ব্যুরো: কে বলবে ইডেনের (Eden IPL) বুকে খেলছে না কলকাতা নাইট রাইডার্স। কোনও আক্ষেপই নেন ক্রিকেটের নন্দনকাননে। সম্প্রতি বাংলার প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা একটা মোক্ষম প্রশ্ন তুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, কেকেআর দলে কেন বাংলার ক্রিকেটার নেই। সামনের বার থেকে বাংলার ক্রিকেটারদের কথা মনে রাখলে ভাল হয়।
বাংলার ক্রিকেটাররা নেই কেকেআর, সেই আবেগও নেই, বরং মঙ্গলবার রাজস্থান রয়্যালস ও গুজরাত টাইটান্স ম্যাচে আবেগের উপকরণ পেয়েছে কলকাতার দর্শকরা। কারণ গুজরাত দলে বাংলার ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামিদের উপস্থিতি।
মায়ার অ্যকশন মনে পড়ালো প্রোটিয়াদের অ্যাডামসকে! মেয়েদের টি২০ চ্যালেঞ্জে বিস্ময় বোলিং

ঋদ্ধিমান যতই অভিমানে বলুন, আমার ঘরের মাঠে ইডেন নয়, মোতেরা। তাতে আবেগে টোল খাচ্ছে না। ইডেনে আসা বরানগরের সৈকত সাহা রায় বলছিলেন, ইডেনে দু’বছর পরে আবার ক্রিকেট হচ্ছে। সেই কারণে সমর্থকদের মধ্যে খেলা দেখার একটা অতৃপ্তি ছিল। সেটাই সুদে-আসলে ভরিয়ে তুলেছে দর্শকরা।
কল্যাণী থেকে আসা একদল ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের দল ইডেনে এসেছিলেন। তাদের মধ্যে থেকে মৌবনি, সোহেল, কৃত্ত্বিকা সাহারা বলছিলেন, উফ! কতদিন পরে ইডেনে এলাম। কাল বুধবারও আসব। আইপিএল হোক টেস্ট ম্যাচ, ইডেনে খেলা হলে ঘরে বসে থাকতে ভাল লাগে না।
কেকেআর নেই, সেই নিয়ে তেমন উচ্চবাচ্য দেখলাম তাঁদের মধ্যেও। সমস্বরেই জানালেন, শাহরুখ খানরা তো কলকাতায় ব্যবসা করতে আসে। বাংলার ভাল চাইলে এ রাজ্যের ক্রিকেটারদের নিয়ে পরিকাঠামোগত উন্নতি করতে পারত। তারা সেটি করতে চায় না, তাদের কাছে কর্পোরেট ভাবনা, সেখানে আবেগের কোনও স্থান নেই।