Latest News

সনিয়াকে ইডি আজ ৬ ঘণ্টা জেরা করল, কাল ফের তলব

দ্য ওয়াল ব্যুরো: সনিয়া গান্ধীকে (Sonia Gandhi) আগামীকাল বুধবার ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আজ তাঁকে দু-দফা মিলিয়ে ছয় ঘণ্টা জেরা করা হয়। গত শুক্রবার জেরা করা হয়েছিল দু’ঘণ্টা।

সূত্রের খবর, দু’দিন মিলিয়ে কংগ্রেস সভানেত্রীকে পঞ্চাশটির বেশি প্রশ্ন করা হয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে যে প্রশ্নটি বারে বারে করা হয়েছে তা হল, কেন তাঁর ও রাহুল গান্ধীর নামে ইয়ং ইন্ডিয়ান কোম্পানির ৭৬ শতাংশ শেয়ার বরাদ্দ করা হয়েছিল। কংগ্রেসের বক্তব্য, ইয়ং ইন্ডিয়ান কোম্পানি কোনও লাভদায়ক সংস্থা নয়। দলের দুই শীর্ষ পদাধিকারী হিসাবে সনিয়া ও রাহুলের নামে ৩৮ শতাংশ করে শেয়ার বরাদ্দ করার সিদ্ধান্ত ছিল ওয়ার্কিং কমিটির।

ইডি জানতে চায়, ইয়ং ইন্ডিয়ান কোম্পানির শেয়ার হোল্ডার হিসাবে তিনি ও রাহুলের নামে ৫০ লাখ করে যে এক কোটি টাকা জমা হয়েছিল সেই টাকার উৎস কী? এই সংক্রান্ত নথিপত্র দেখতে চেয়েছে তদন্তকারী সংস্থা।

কংগ্রেস জানিয়েছে, আগামীকালও তারা দিল্লিতে এবং সব রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন জারি রাখবে। ইডি দফতরের অদূরে এবং দিল্লির নানা প্রান্তে কংগ্রেস আজও প্রতিবাদ বিক্ষোভ করছে। মহাত্মা গান্ধীর সমাধিক্ষেত্র রাজঘাটে কংগ্রেস আজ অবস্থানের কর্মসূচি নিলেও দিল্লি পুলিশ অনুমতি দেয়নি। সেখানে ১৪৪ ধারা জারি করেছিল পুলিশ।

জানেন কি সনিয়া, রাহুলদের ইডি কেন ডাকছে, যে কারণে ডাকতে পারে আপনাকেও

সকালে সংসদ বসার আগে কংগ্রেস সাংসদেরা গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ-সমাবেশ করেন। সেখান থেকে বিজয়চক পর্যন্ত মিছিল করেন দলের সাংসদ ও সমর্থকেরা। মিছিলের নেতৃত্বে দেন রাহুল গান্ধী। বিজয়চকে রাহুল রাস্তা আটকে বসে পড়লে পুলিশ তাঁকে আটক করে। রাহুল টুইট করে বলেন, আমাদের আটক করে, গ্রেফতার করেও মুখ বন্ধ করা যাবে না। প্রবীণ কংগ্রেস নেতা তথা দলের রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশেই বিরোধীদের উপর এমন দমনপীড়ন চলছে।

আজ দেশের অনেক জায়গাতেই সনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে প্রতিবাদ সভা, মিছিল, পথ ও রেল অবরোধ হয়। কেরলের কোচিতে কংগ্রেসের রেল অবরোধ তুলতে গিয়ে পুলিশ মারমুখী হয়েছে বলে অভিযোগ। বিহারেও একাধিক জায়গায় কংগ্রেস বিক্ষোভ সমাবেশ করে। রাজস্থান, ছত্তিশগড়ে কংগ্রেস বড় ধরনের প্রতিবাদ সভা করে। ওই দুই রাজ্যের কংগ্রেস মুখ্যমন্ত্রী যথাক্রমে অশোক গহলট ও ভুপেশ বাঘেল দিল্লিতে। তাঁরা রাজঘাটের সত্যাগ্রহ সমাবেশে যোগ দিতে গিয়েছেন। গহলট সরকারে সমালোচনা করে বলেন, রাজঘাটের মতো জায়গাতেও সরকার বিরোধীদের প্রবেশাধিকার দিচ্ছে না।

সনিয়াকে ইডি গত শুক্রবার প্রথম জিজ্ঞাসাবাদ করে। আগের মাসে রাহুল গান্ধীকে একই মামলায় পর পর পাঁচদিন জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সনিয়া, রাহুল দু’জনের নামই ন্যাশনাল হেরাল্ড মামলায় এফআইআরে আছে। তবে দিল্লির একটি আদালতের নির্দেশে ২০১৫ থেকে তাঁরা আগাম জামিনে মুক্ত।

কংগ্রেসেরই মুখপত্র ন্যাশনাল হেরাল্ডের মালিকানা বদলে রাহুল ও সনিয়া আর্থিকভাবে লাভবান হয়েছেন বলে আয়কর দফতর প্রথমে তাদের নোটিস পাঠিয়ে আয়কর মেটাতে বলে। সেই নোটিসের সূত্র ধরে মামলা করেন বিজেপি নেতা সুব্রহ্মমনিয়ম স্বামী। সেই মামলার সূত্রে তদন্ত শুরু করে ইডি। মালিকানা বদলের সময়ই ইয়ং ইন্ডিয়ান কোম্পানি যাত্রা শুরু করে।

You might also like