
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) কোথায় কত সম্পত্তি (Assets) বাজেয়াপ্ত করা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আদালতে পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি (ED)।
গত ২৩ জুলাই পার্থর নাকতলার বাড়ি ও অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে একসঙ্গে তল্লাশি শুরু করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল নগদ ২০ কোটি ৯০ লক্ষ টাকা। একসঙ্গে অত টাকা বোধহয় সেই প্রথম দেখেছে আম বাঙালি। তার পর থেকে লাগাতার তল্লাশি ও তদন্ত চালিয়ে এখনও পর্যন্ত পার্থ ও অর্পিতার মোট ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। নিচে তার হিসেব দেওয়া হল–

অর্পিতা সন্তান চেয়েছিলেন, রাজি ছিলেন পার্থ: চার্জশিটে জানাল ইডি