Latest News

ভিভো সহ একাধিক চিনা সংস্থার বিরুদ্ধে তদন্ত, দেশের ৪০টি জায়গায় তল্লাশি চালাল ইডি

দ্য ওয়াল ব্যুরো: আর্থিক তছরুপের অভিযোগে মঙ্গলবার ভিভো সহ একাধিক মোবাইল প্রস্তুতকারক চিনা সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করল ইডি (ED Operation)। দেশের ৪০টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে খবর। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচল, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা সহ বহু রাজ্যে অভিযান চালিয়েছেন ইডির অফিসাররা। এই মোবাইল প্রস্তুতকারক কোম্পানির বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই বেশ কয়েকটি চিনা সংস্থার ওপর নজরদারি চালাচ্ছিল ইডি। শুধু তাই নয়, আয়কর দফতর, স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে ছিল এই সব সংস্থা র ওপর। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে এই তল্লাশি চালানো হয়েছে বলে অভিযোগ।

ভিভো ছাড়াও আর এক মোবাইল প্রস্তুতকারক চিনা সংস্থা শাওমির বিরুদ্ধে একই অভিযোগে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে। আরও খবর, প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করা হয় এই কোম্পানির।

ঠোঙার ভিতরে চিকেন, ভিতরে হিন্দু দেবতাদের ছবি! উত্তরপ্রদেশে গ্রেফতার দোকানি

You might also like