
দ্য ওয়াল ব্যুরো: দূরে কোথাও বেড়াতে যেতে চান? আর ভাবনা নেই। এবার আস্ত একটা ট্রেনই ভাড়ায় পাওয়া যাবে। বেসরকারি ট্যুর কোম্পানিগুলোকে ট্রেন ভাড়া দেওয়ার ব্যবস্থা করছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এতে যাত্রীদের যাতায়াত আরও নির্ঝঞ্ঝাট ও আরামদায়ক হবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে বাড়তি আয়ের সুযোগও পাবে রেল।
আগামী বছরের মার্চ মাস থেকেই এই বিশেষ ধরণের ট্রেনের চাকা গড়াবে বলে খবর রেল সূত্রে। এই ট্রেনের নাম দেওয়া হয়েছে ভারত গৌরব। তবে ব্যক্তিগতভাবে ট্রেন ভাড়া পাওয়া যাবে না। বেসরকারি ট্যুর কোম্পানিগুলোকেই ট্রেন ভাড়া দেওয়া হবে। সেক্ষেত্রে রেলযাত্রার টিকিট ভাড়া কত হবে তাও নির্ভর করবে ওই ট্যুর কোম্পানির সিদ্ধান্তের উপর।
পূর্ব রেল সূত্রে জানা গেছে, যে সমস্ত ট্রেন দীর্ঘদিন ব্যবহার করা হয় না। কিন্তু অচল নয়, সেই সমস্ত ট্রেন ভাড়া খাটানো হবে। সর্বাধিক দু-বছরের জন্য ট্রেন ভাড়া দেওয়া হবে। বছরে ১০০ দিনের বেশি এই ট্রেন চালানো যাবে না। সূত্রের খবর, ২০ কোচের ট্রেনের ভাড়া বাবদ রেলকে দিতে হবে ১৭ কোটি টাকা।
তবে এই ধরনের ট্রেনে চেপে যেখানে সেখানে যাওয়া যাবে না। কেবলমাত্র পর্যটনকেন্দ্রেই ছুটবে ‘ভারত গৌরব’।