Latest News

যাত্রী চেতনা ফেরাতে নব কলেবরে ‘চেতনা’

দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেন বন্ধ রাজ্যে। কিন্তু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের যাতায়াতের জন্য কিছু স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। হাওড়া ও শিয়ালদহ শাখায় স্পেশাল ট্রেন চলছে। প্রথমে শুধুমাত্র মাসিক টিকিট দেওয়া হলেও এখন যাত্রী সাধারণের জন্য ডেলি টিকিটের ব্যবস্থা করেছে রেল। কিন্তু তারপরেও টিকিট কাটার চেতনা ফিরছে না। তাই এবার কড়া ব্যবস্থা নিতে ফের চেতনা ট্রেন চালু করছে পূর্ব রেল। এছাড়াও ব্রেকডাউন সারানোর ব্যবস্থাও থাকবে এই একই ট্রেনে।

নতুন রূপে এই ট্রেন দেখা যাবে শিয়ালদহ শাখায়। করোনা পরিস্থিতির আগে প্রায়ই চোখে পড়ত চেকিং ট্রেন। তবে করোনার কারণে রেল পরিষেবা ব্যাহত হওয়ার পর থেকেই এই ‘চেতনা’ ট্রেন দেখা যায়নি। কিন্তু স্টাফ স্পেশাল ট্রেনে ভিড় হচ্ছে ভালই, কিন্তু অধিকাংশের কাছেই বৈধ টিকিট থাকে না। তাই এই নতুন ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল।

শুধু চেকিং নয়, সেই সঙ্গে চালু হবে ব্রেক ডাউন কার। এটি পূর্ব রেলের এক অভিনব ভাবনা। লাইনে কোথাও যদি হয় তবে সেই ব্রেকডাউন সারানোর জন্য পৌঁছে যাবে এই ট্রেন। ব্রেকডাউন সারানোর সব বন্দোবস্ত থাকছে এই ট্রেনে।

শুধুমাত্র ইলেকট্রিকে নয়, ব্যাটারির মাধ্যমেও চলবে এই ট্রেন। এক ট্রেনের মধ্যেই দুই পরিষেবার ব্যবস্থা থাকছে। যা সত্যিই অভিনব। ভারতের আর কোন জায়গায় এই পরিষেবা নেই। ভারতের জাতীয় পতাকার রঙে এই ট্রেন সাজানো থাকবে। ট্রেনের মধ্যে থাকবে নানান মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের ছবি।

You might also like