Latest News

রাতারাতি বাজিমাত ইস্টবেঙ্গলের, একসঙ্গে পাঁচ বিদেশীকে সই লাল হলুদের

দ্য ওয়াল ব্যুরো: একরাতেই যেন বাজিমাত ইমামি (Emami) ইস্টবেঙ্গলের (East Bengal Foreigners)। মোট পাঁচ বিদেশীকে সই করাল তারা শুক্রবার। তারপরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তা সংবাদমাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

যে বিদেশীদের নেওয়া হয়েছে, তাঁদের ভারতীয় ফুটবল সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে। কেননা অধিকাংশই আইএসএলের (ISL) অন্য দলে খেলেছেন এর আগে। কোচ স্টিফেন কনস্টানটাইন অচেনা বিদেশীদের নিয়ে এসে ঝুঁকি নিতে নারাজ। যাঁদের পারফরম্যান্স ভাল ছিল, তাঁদের দিকেই হাত বাড়ানো হয়েছে।

ডুরান্ডের ফাইনাল যুবভারতীতে! উদ্বোধনে মমতা, সমাপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ইভান গঞ্জালেজ ছাড়াও আইএসএলে খেলে যাওয়া অ্যালেক্স লিমা এবং ক্লেটন সিলভা রয়েছেন তালিকায়। নয়া দুই বিদেশি হলেন কারালাম্বোস কিরিয়াকু এবং এলিয়ান্দ্রো।

কিরিয়াকু শনিবার শহরে আসবেন। ৩২ বছরের এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন। সাইপ্রাসের ঘরোয়া লিগে প্রায় সব ট্রফি জিতেছেন এই তারকা।

গত দুই মরসুমে এফসি গোয়ার হয়ে নিয়মিত খেলেছেন ইভান। ৪২টির মধ্যে ৩৬টি ম্যাচেই খেলেছেন তিনি। রিয়াল মাদ্রিদের যুব দল থেকে উঠে আসা এই ফুটবলার গত বছর ডুরান্ড কাপও জিতেছেন।

জামশেদপুরের হয়ে গত মরশুমে আইএসএল খেলা ব্রাজিলের আলেক্স লিমা-কে সই করিয়ে চমক লাল হলুদের। গত দু-মরশুম ধরে লিমা জামশেদপুরের হয়ে ৪১টি ম্যাচ খেলেছেন। দলকে লিগ উইনার্স শিল্ড জিততে সাহায্য করেছেন নামী বিদেশী।

ইস্টবেঙ্গলের আসন্ন মরশুমে ফরোয়ার্ডে থাকবেন দুই ব্রাজিলীয়। আক্রমণে জুটি বাঁধবেন ক্লেটন সিলভা এবং এলিয়ান্দ্র। গত দুই মরশুমে বেঙ্গালুরু এফসির হয়ে ৩৭ ম্যাচে ক্লেটনের নামের পাশে ১৭ গোল, ৭টি অ্যাসিস্ট।

থাইল্যান্ডের লিগে প্ৰথম বিদেশি হিসেবে ১০০ গোল করা এই বিদেশি এবার ইস্টবেঙ্গলের ভাল রিক্রুট। ক্লেটনের স্বদেশীয় সতীর্থ এলিয়ান্দ্র লিথুয়ানিয়া ও মলটার লিগে একাধিক খেতাব জিতেছেন। গত দুই মরশুমে থাইল্যান্ডের লিগে ২৩ গোল করে নজর কেড়েছিলেন।

You might also like