Latest News

আইএসএলের দল ঘোষণা ইস্টবেঙ্গলের, শুক্রবার কোচিতে শুরু অভিযান

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের (ISL) দু’দিন আগে দল ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal Team)। তারা অবশ্য খেলবে ইস্টবেঙ্গল এফসি নামে। শুক্রবার কেরলের কোচিতে কেরালা ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে লাল হলুদ বাহিনী।

বুধবারই দুপুরে কেরলের উদ্দেশে রওনা দিয়েছে দল। উৎসবের মধ্যে বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে কোচসহ পুরো দলকে। বহু সমর্থক সেইসময় দমদম বিমানবন্দরে হাজির ছিলেন।

ট্রেনের টিকিটে ঝুলন-মিতালি! রেল দপ্তরের অভিনব সম্মান কিংবদন্তি বঙ্গললনাকে

২৭ সদস্যের দলে গোলরক্ষক রয়েছেন তিনজন, ন’জন ডিফেন্ডার, ১১ জন মিডফিল্ডার ও চার স্ট্রাইকার রয়েছেন। তিন জন গোলরক্ষক হলেন, পবন কুমার, কমলজিৎ সিংহ ও নবীন কুমার।

Image - আইএসএলের দল ঘোষণা ইস্টবেঙ্গলের, শুক্রবার কোচিতে শুরু অভিযান
ইমামি ইস্টবেঙ্গল দল।

ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন মহম্মদ রকিপ, ইভান গঞ্জালেস, সার্থক গোলুই, অঙ্কিত মুখোপাধ্যায়, লালচুংনুঙ্গা, কিরিয়াকু, জেরি লালরিনজুয়ালা, নবি হুসেন খান ও প্রীতম সিংহ।

দমদম বিমানবন্দরে কোচ স্টিফেন সহ দলের বাকি তারকারা।

অমরজিৎ সিংহ কিয়াম, ওয়াহেংবাম, অ্যালেক্স লিমা, শৌভিক চক্রবর্তী, তুহিন দাস, জর্ডন ও’ডোহার্টি, নাওরেম, মোবাশির রহমান, অনিকেত যাদব, সুমিত পাসি ও হিমাংশু জাংড়া তারকারা সবাই মিডফিল্ডার। ফরোয়ার্ড এলিয়ান্দ্রো, ক্লেটন সিলভা, সেম্বোই হাওকিপ ও ভিপি সুহের। দলটিতে আক্রমণভাগের তারকা সেই অর্থে নেই। গোল করার সমস্যায় ভুগতে পারে স্টিফেন কনস্টানটাইনের দল।

শেষ প্র্যাকটিস ম্যাচে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ইস্টবেঙ্গল জেতে ৩-০ ব্যবধানে। ২৯ অক্টোবর আইএসএলের প্রথম বড় ম্যাচ হবে এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের।

You might also like