Latest News

‘ডুরান্ডে ইস্টবেঙ্গল ভয়ে পালাচ্ছে’, ময়দান জমিয়ে হুঙ্কার মোহন সচিব দেবাশিসের

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পুরনো রেষারেষি আবার ফিরে এল। শুক্রবার ঐতিহাসিক মোহনবাগান দিবস, তার আগে ক্লাবের শীর্ষ কর্তা সচিব দেবাশিস দত্ত হুঙ্কার ছাড়লেন, ‘‘আরে ইস্টবেঙ্গল তো বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে।’’

দেবাশিস বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁবুতে নিজের ঘরে বসে জানিয়ে দিয়েছেন, ‘‘আমাদের সঙ্গে ডুরান্ডে প্রথম ম্যাচে খেলবে না বলে আর্মিকে সূচি বদলাতে বলেছে। এগুলি তো পাড়ার টুর্নামেন্টে হয়। ডুরান্ডের একটা আলাদা গরিমা রয়েছে, সেদিকটা ভেবে দেখবে না এত বড় দল!’’

দেবাশিস আরও বলেছেন, ‘‘আমাদের সঙ্গে খেলতে ওরা ভয় পাচ্ছে। ওরা বলছে দল নাকি ওদের তৈরি হয়নি, তার জন্য টুর্নামেন্টের বাকিরা ভুগতে যাবে কেন? আমাদের তো এএফসি কাপ আন্তঃ মহাদেশীয় টুর্নামেন্ট খেলতে যেতে হবে। তার জন্য প্রস্ততি দরকার। আমরাই বা এই সময় ওদের দেব কেন?’’

দেবাশিস প্রথম থেকেই আক্রমণাত্মক ঢঙে প্রশাসন চালান। তাঁর কাজে গতি রয়েছে। তিনি হাতের তালুর মতো দলকে বোঝেন, ক্লাবের সব ব্যবস্থা নিজে হাতে খতিয়ে দেখতে ভালবাসেন।

ইস্টবেঙ্গলও দেবাশিসের কথা শুনে পালটা বলেছে, ভয় কারা পাচ্ছে, সেটি মাঠে নামলে বোঝা যাবে। অন্যতম কর্তা দেবব্রত সরকার দ্য ওয়ালকে এদিন রাতে জানিয়ে দিয়েছেন, ‘‘আসলে দেবাশিস মোহনবাগান সচিব পদের গুরুত্বই বোঝেন না। সেই কারণে এত বেশি কথা বলে ফেলছেন। ওঁর সহ্য হচ্ছে না এই পদ। আমরা ঠিক সময়ে ওঁর কথার জবাব দিয়ে দেব, কয়েকদিন শুধু অপেক্ষা করুন।’’

শুক্রবার থেকেই এটিকে মোহনবাগান দল চলতি মরসুমের প্রথম প্র্যাকটিসে নামছে। স্প্যানিশ কোচ জুয়ান ফার্নান্দো এদিন বিকেলে মাঠ দেখতে এসেছিলেন। নিজেদের মাঠেই প্রস্তুতি সারবে দল। ফুটবলারদের মধ্যে সবাই প্রায় এসে গিয়েছেন।

স্প্যানিশ কোচের ভাল লেগেছে, মোহনবাগান মাঠের পরিবেশ। তিনি মাঠের সারফেসও পরীক্ষা করেছেন। তারকা বিদেশীদের মধ্যে পোগবার ভিসা সমস্যা রয়েছে, সেটি কেটে গেলেই চলে আসবেন।

মোহনবাগানের সঙ্গে এটিকে-র সরানো সম্পর্কিত বিষয়ে মোহন কর্তা দেবাশিস বলেন, এটিকেকে সরানো নিয়ে সমর্থকদের মধ্যে অসন্তোষ রয়েছে, আমরা সেটি জানি। অচিরেই সেই সমস্যা আমরা কাটিয়ে উঠব। শুধু ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে।

You might also like