Latest News

দীপাবলির সকালে কেঁপে উঠল তেজপুর, মৃদু কম্পন অসমের একাধিক এলাকায়

দ্য ওয়াল ব্যুরো: অসমে দীপাবলির দিন সাতসকালে ভূমিকম্প (Earthquake)। কেঁপে উঠল তেজপুর ও সংলগ্ন এলাকা। তবে কম্পন জোরালো ছিল না।

 

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল, ৩.৭। বৃহস্পতিবার সকাল ১০.১৯ নাগাদ কম্পন শুরু হয়। তেজপুর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। এর জেরে অসমের একাধিক এলাকাতেই হালকা কম্পন অনুভূত হয়।

তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি। আচমকা ভূকম্পনে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।

You might also like