
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন কলকাতা পুরভোটে প্রতিটি বোরোভিত্তিক একটি করে কাউন্টিং সেন্টার থাকবে, এমনই সিদ্ধান্ত ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, ১৬টি বোরোর জন্য একটি করে সেন্টার থাকবে।
নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয়, সে বিষয়ে এখন থেকেই চেষ্টার খামতি নেই কমিশনের। সূত্রের খবর, ২৫ নভেম্বর থেকে এখনও পর্যন্ত জামিন অযোগ্য পরোয়ানায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অন্তত ৫০০ জনকে। এছাড়াও, ভোটের সময়ে গন্ডগোল করতে পারে এমন আশঙ্কায় ২০০ জনকে চিহ্নিত করে মুচলেকা নেওয়া হয়েছে।
এছাড়াও এবার ৭টি মহিলা পরিচালিত বুথ থাকছে। বোরো ৮ এবং ১০-এ থাকবে মহিলা-পরিচালিত বুথ। যোধপুর পার্ক বয়েজ স্কুলে ৪টি বুথই মহিলা পরিচালিত। অন্য ৩টি বুথ বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলে। এখানে ভোটকর্মীরাও মহিলাই থাকবেন।
উল্লেখ্য, এবার কলকাতায় মোট বুথের সংখ্যা ৪৯৫৯, যার মধ্যে এই সাতটি মহিলা বুথ। এই সাতটি বুথ ছাড়া সব বুথেই থাকবেন পুরুষ ভোটকর্মীরা।
কোন বোরোয় কোথায় কাউন্টিং সেন্টার, দেখে নিন একনজরে।
বোরো ১- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
বোরো ২- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রামানুজম ভবন
বোরো ৩- নেতাজি ইন্ডোর স্টেডিয়াম
বোরো ৪- নেতাজি ইন্ডোর স্টেডিয়াম (গ্রাউন্ড ফ্লোর)
বোরো ৫- নেতাজি ইন্ডোর স্টেডিয়াম
বোরো ৬- নেতাজি ইন্ডোর স্টেডিয়াম
বোরো ৭- গীতাঞ্জলি স্টেডিয়াম
বোরো ৮- ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ
বোরো ৯- হেস্টিংস হাউস কম্পাউন্ড
বোরো ১০- যোধপুর পার্ক বয়েস স্কুল
বোরো ১১- যোধপুর পার্ক গার্লস স্কুল
বোরো ১২- গীতাঞ্জলি স্টেডিয়াম (উত্তর দিক)
বোরো ১৩- বড়িশা হাইস্কুল
বোরো ১৪- ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ
বোরো ১৫- নিবেদিতা গভর্নমেন্ট কলেজ
বোরো ১৬- জোকা ব্রতচারী বিদ্যাশ্রম