Latest News

DYFI: সিপিএমের যুব সংগঠনে হিমের পরশ, বাংলার দখলেই সাধারণ সম্পাদক পদ

দ্য ওয়াল ব্যুরো: ফের বাংলার দখলেই রইল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের (DYFI) সধারণ সম্পাদক পদ। রবিবার সল্টলেকের ইজেডসিসিতে সর্বভারতীয় সম্মেলনের শেষ পর্বে নতুন কমিটি গঠন হয়। সেখানে সাধারণ সম্পাদক হয়েছেন হিমঘ্নরাজ ভট্টাচার্য। সভাপতির দায়িত্বে রইলেন কেরলের রহিম।

আরও পড়ুন: লক্ষ্যের লক্ষ্যভেদ! টমাস কাপের ফাইনালে ভারতকে এগিয়ে দিলেন সেন মহাশয়

সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI) সর্বভারতীয় রূপ পেয়েছিল আশি সালে। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন হান্নান মোল্লা। তারপর থেকে মহম্মদ সেলিম, তাপস সিনহা, অভয় মুখোপাধ্যায়রা ছিলেন সেই দায়িত্বে। বাংলায় সংগঠনের শক্তি কমলেও যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক পদ এই রাজ্যের দখলেই রাখল আলিমুদ্দিন স্ট্রিট।

হিমঘ্ন যাদবপুরের ছেলে। কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলেন। সিপিএমে সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবেই অনেকে জানেন হিমঘ্নকে। এর আগে দক্ষিণ চব্বিশ পরগনা ডিওয়াইএফআইয়ের সম্পাদক ছিলেন এই তরুণ।

বাম ছাত্র যুবদের মধ্যে হিম নামেই পরিচিত হিমঘ্ন। বছর দুয়েক আগে তাঁকে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তখনই প্রায় বোঝা গিয়েছিল পরবর্তী সম্পাদক যাদবপুরের এই তরুণ।

এর আগে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, কল্লোল রায় ছিলেন এসএফআইয়ের সাধারণ সম্পাদক। এবার সেই জেলা থেকেই যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক করল সিপিএম।

You might also like