
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে দুর্গাপুরে (Durgapur) মর্মান্তিক মৃত্যু (Death) নার্সারির (Nursery) ছাত্রীর (Student)। আবাসনের ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে মৃত্যু হয় তার।
শিশুটির নাম লাভলী শর্মা। তার বয়স ৫ বছর। দুর্গাপুরের ২২ নম্বর ওয়ার্ড সিটি সেন্টারের সোনারতরী আবাসনের বাসিন্দা সে। সূত্রের খবর, শনিবার সকালে আবাসনের ছাদে খেলছিল শিশুটি। সেই সময় ছাদে থাকা জলের পাইপলাইনে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তার।
জানা গেছে, জলের পাইপলাইনটির গায়ে ছিঁড়ে পড়ে ছিল বিদ্যুতের তার। সেই থেকেই বিদ্যুৎ সংযোগ ঘটেছিল পাইপলাইনে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর থানার পুলিশ। লাভলীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফ্ল্যাটের বন্ধ ঘরে ২ বছর পচল মহিলার দেহ, দরজা খুলতেই মিলল কঙ্কাল! ভাড়া আদায় থামেনি