
দ্য ওয়াল ব্যুরো: গাড়িতে জিএসটি ট্যাগ লাগিয়ে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধভাবে টাকা আদায় করতে গিয়ে পুলিশের জালে দুই ব্যক্তি। সূত্রের খবর, দুর্গাপুরের নডিহা এলাকার বাসিন্দা বাসুদেব পাল ও জগদীশ পাল নামে দুই ব্যক্তি দুর্গাপুরের এসবি মোড়ে দীর্ঘদিন ধরে এভাবে অবৈধভাবে টাকা (Durgapur Fraud) আদায় করত বলে অভিযোগ।
নিয়োগ কেলেঙ্কারিতে ১১ জন! হাইকোর্টে বাগ কমিটির রিপোর্টে নামের তালিকা
জিএসটি অফিসের গাড়ি থেকে অফিসার নেমে গেলে তার ড্রাইভার ও আরও এক ব্যক্তি পুলিশের চোখে ধুলো দিয়ে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধভাবে (Durgapur Fraud) টাকা আদায় করত। বৃহস্পতিবার দুপুরবেলায় এক পণ্যবাহী গাড়ির ডাইভার কোকওভেন থানায় অভিযোগ দায়ের করে। তাঁর অভিযোগের ভিত্তিতেই কোকওভেন থানার পুলিশ বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তিকে গাড়ি সমেত নডিহা থেকে অ্যারেস্ট করে।
শুক্রবার ওই দুই ব্যক্তিকে কোকওভেন থানার পুলিশ সাতদিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।