Latest News

শোলার চাঁদমালা গায়ে সাজবেন মা দুর্গা! বর্ধমানে নাওয়া খাওয়া ভুলেছেন শিল্পীরা

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: দেবীপক্ষ (Durga Pujo 2022) শুরু হয়ে গেছে। গর্জন তেলের প্রলেপে উজ্জ্বল হয়ে উঠেছে দেবীর রূপ। মৃৎশিল্পী, কারুশিল্পীদের মতোই নাওয়া খাওয়া ভুলে কাজে ব্যস্ত শোলাশিল্পীরাও। তাঁদের নিপুণ হাতে চাঁদমালায় ফুটে উঠছে নানান নকশা। শুধু চাঁদমালাই নয়, শোলার মধ্যে জরি, রাংতা দিয়ে তৈরি করছে জমকালো ডাকের সাজ। শিল্পীরা বলছেন, অনেক উদ্যোক্তাই সাবেকিয়ানা ধরে রাখতে চান। তাঁদের কথা মতোই ডাকের সাজ তৈরি করে দেন তাঁরা।

বহু বছর ধরে শোলাশিল্পের (Thermocol Industry) সঙ্গে যুক্ত রয়েছেন ভোলা সোনারি। কয়েক পুরুষ ধরে তাঁদের বংশের এটাই পেশা। ভোলাবাবু জানান, এলাকায় শোলার চাষ হয় না। ফলে বাইরে থেকে আনাতে হয় কাঁচা মাল। কিন্তু সমস্ত কিছু দাম বেড়ে যাওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন।

শুধু শোলাশিল্পীরা নন, তাঁদের বাড়ির মহিলারাও শোলার সাজ তৈরি করতে পটু। পুজোর সময় কাজ বেশি থাকায় বাড়ির পুরুষদের সঙ্গে তাঁরাও এই কাজে হাত লাগান।

পুজোয় লাভের চিন্তা ছেড়ে আপাতত উদ্যোক্তাদের চাহিদা মেটাতে কাজের দিকেই মন দিয়েছেন শোলাশিল্পীরা।

আনসার-বাদশা-বিপিনদের হাতে দেবীবরণ! চুঁচুড়ার ক্লাবে অনন্য নজির

You might also like